হবু বৌমাকে মানতে নারাজ বনি! অর্জুনের তুতো বোনের বিয়েতে আমন্ত্রণ নেই মালাইকার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বিতর্কিত জুটিদের মধ‍্যে অন‍্যতম অর্জুন কাপুর (arjun kapoor) ও মালাইকা অরোরা (malaika arora)। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। অসমবয়সী প্রেমের জন‍্য বহুবার সমালোচনার মুখে পড়তে হয়েছে দুজনকে। কিন্তু নিজেদের সম্পর্ক ভাঙতে দেননি অর্জুন মালাইকা। তবে সাম্প্রতিক একটি ঘটনার জেরে নেটমাধ‍্যমে গুঞ্জন শুরু হয়েছে যে, কাপুর পরিবারেও অনাহূত মালাইকা।

গত ১৪ অগাস্ট বিয়ের পিঁড়িতে বসেছেন অনিল কাপুর কন‍্যা রিয়া কাপুর। পাত্র দীর্ঘদিনের প্রেমিক করন বুলানি। অতিমারি আবহে ঘনিষ্ঠ কয়েকজন ইন্ডাস্ট্রির তারকা ছাড়া দেখা মেলেনি আর কারোর। তবে সপরিবারে উপস্থিত ছিলেন অর্জুন, জাহ্নবী কাপুররা। কিন্তু এদিন অর্জুনের সঙ্গে দেখা যায়নি মালাইকাকে। আর এর পরেই গুঞ্জন শুরু হয়েছে বিটাউনে।


এর আগে শোনা গিয়েছিল বয়সে বড় মাল্লাকে নিজের ছেলের স্ত্রী হিসেবে রাজি নন বাবা বনি কাপুর। এমনিতেই শ্রীদেবীর সঙ্গে সম্পর্কের কারণে বাবার সঙ্গে সম্পর্ক বিশেষ ভাল ছিল না অর্জুনের। তবে শ্রীদেবীর অকালমৃত‍্যুর পর থেকে বাবা ও সৎ বোনেদের সঙ্গে সম্পর্কটা অনেকটাই সহজ হয়েছে অভিনেতার। এমতাবস্থায় মালাইকার জন‍্য কি আবারো চিড় ধরছে বাবা ছেলের মধ‍্যে? প্রশ্নের উত্তর খুঁজছে নেটজনতা।


গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছেন স্বঘোষিত ফিল্ম সমালোচক কামাল আর খান ওরফে কেআরকে। টুইটে বিতর্ক উসকে তিনি প্রশ্ন ছুঁড়েছেন, অনিল কন‍্যা রিয়ার বিয়েতে মালাইকা আমন্ত্রিত ছিলেন না। এর মানে কাপুর পরিবার এখনো তাঁকে মেনে নিতে পারেনি। তবে এখনো এই টুইটের কোনো উত্তর দেননি অর্জুন বা মালাইকা।

X