আইটেম ডান্সে আর ডাক পাননা ৪৮-এর মালাইকা, ইনস্টাগ্রামে অর্ধনগ্ন ছবি দিয়েই কামান কোটি কোটি টাকা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নেতিবাচক প্রচারও এক রকম প্রচার। একথা মালাইকা অরোরার (Malaika Arora) থেকে ভাল আর কেই বা জানে। বিতর্ক তাঁর জীবনে কম নেই। ট্রোলও হন প্রতিপদে। কখনো তাঁর হাঁটার স্টাইল নিয়ে, কখনো আবার বয়সে অনেক ছোট প্রেমিক অর্জুনকে নিয়ে। আর পোশাক নিয়ে তো হরদমই ট্রোল হয়ে চলেছেন তিনি।

তবে একথা অস্বীকার করার উপায় নেই, মালাইকা কিন্তু যথেষ্ট জনপ্রিয়। সোশ‍্যাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ‍্যা ঈর্ষনীয়। অভিনয় তিনি করেন না। অনেকদিন হয়ে গেল কোনো আইটেম ডান্সেও আর ডাক পান না মাল্লা। কিন্তু তবুও জীবনে বিলাসব‍্যসনের কিন্তু কমতি নেই তাঁর। এত টাকা টান কীকরে মালাইকা?


জানলে অবাক হবেন, কোনো অভিনয়, নাচ ছাড়াই শুধুমাত্র সোশ‍্যাল মিডিয়া থেকে রোজগার করেন তিনি। তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্টের পেছনে কত টাকা ঢালা হয় সেই অঙ্কটা শুনলে মুখ হাঁ। হয়ে যাবেই। মালাইকার যেসব ছবি নিয়ে ট্রোল, সমালোচনা হয় সেসব ছবি দিয়েই দু হাতে টাকা কামান তিনি।

সূত্রের খবর মানলে, সোশ‍্যাল মিডিয়ায় কোনো ব্র‍্যান্ডের প্রোমোশনের জন‍্য ১৬-২০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন মালাইকা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ‍্যা ১৫ লাখেরও বেশি। প্রতিটি পোস্টের জন‍্য কয়েক লাখ থেকে কোটি টাকা কামান তিনি।

‘দিল সে’ ছবির সুপারহিট গান ‘চল ছাঁইয়া ছাঁইয়া’র হাত ধরে জনপ্রিয়তা পান মালাইকা। এরপর বহু জনপ্রিয় আইটেম নাম্বারে দেখা গিয়েছে তাঁকে। এক একটি ছবিতে আইটেম ডান্সের জন‍্য বলিউডের মুন্নি প্রায় ২ কোটি টাকা নেন। এখন বেশ কিছু রিয়েলিটি শোতেও বিচারক হিসাবে দেখা যায় তাঁকে। সেখান থেকেও বড় অঙ্কের পারিশ্রমিক পান মালাইকা।

X