নিজের ভাইয়ের বৌকে নাচিয়েছিলেন আইটেম গানে, সলমনের নাম শুনেই ক্ষেপে গিয়েছিলেন মালাইকা

বাংলাহান্ট ডেস্ক: বহু বছর ধরে ‘আইটেম গার্ল’ এর জমানা চলে আসছে বলিউডে। ছবিতে চটুল গান থাকবেই, তাতে অভিনেত্রীরাও নাচবেন। তবে ছবির নায়িকাকে সাধারনত আইটেম সংগুলিতে নাচতে দেখা যায় না। তার জন‍্য আলাদা অভিনেত্রীরা থাকেন। আগে যেমন হেলেন নেচেছেন ‘ইয়ে মেরা দিল পেয়ার কা দিওয়ানা’তে, এখন তেমনি ‘দিলবর’, ‘সাকি সাকি’তে ঝড় তোলেন নোরা ফতেহিরা। তবে আইটেম গানের প্রসঙ্গ উঠলে যার কথা না বললেই নয় তিনি হলেন মালাইকা অরোরা (malaika arora)।

বলিউডের ‘মুন্নি’ তিনি। শাহরুখ খানের ‘দিল সে’ ছবিতে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে নেচে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন তিনি। বহু ছবির আইটেম গানে নেচেছেন মাল্লা। নাচের দক্ষতা দেখিয়ে বলিউডে নিজস্ব যোগ‍্যতায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। বিশেষ করে সলমন খানের (salman khan) ‘দাবাং’ ছবিতে তাঁর ‘মুন্নি বদনাম হুয়ি’ এখনো পর্যন্ত সুপারহিট।

71721929
কিন্তু এই গানের পর যেমন জনপ্রিয় হয়েছিলেন তিনি তেমনি নিন্দাও কম জোটেনি তাঁর। তখন আরবাজ খানের স্ত্রী মালাইকা। সম্পর্কে সলমন তাঁর ভাসুর। তাঁরই ছবিতে আইটেম গানে কিনা নাচছেন মালাইকা! এই গানের পরে ‘আইটেম গার্ল’ এর তকমাও জুটেছিল তাঁর। কিন্তু বিষয়টা নিয়ে যে এক্কেবারে খুশি ছিলেন না তিনি তা পরে বোঝাই গিয়েছিল।

একবার রাখি সাওয়ান্ত মন্তব‍্য করেছিলেন যে মালাইকা অরোরা আইটেম গার্ল নন, কারণ তিনি সলমনের আত্মীয়। কথাটা শুনে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন অভিনেত্রী। স্পষ্ট ভাষায় তিনি বলেন, “সলমন খান আমাকে তৈরি করেননি। আমি নিজেই নিজেকে তৈরি করেছি।” তবে এসব নিন্দা, সমালোচনায় যে মালাইকা দমে যাননি তার প্রমাণ, সলমনের ‘দাবাং টু’তে ফের আইটেম গান ‘পাণ্ডেজি সিটি’তে নেচেছিলেন তিনি।

‘দাবাং’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১০ সালে। তার ২ বছর পর মুক্তি পায় ‘দাবাং ২’। এর কয়েক বছর পর ২০১৭ তে সলমনের ভাই আরবাজের সঙ্গে বিচ্ছেদ ঘোষনা করেন মালাইকা। এখন তিনি অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর