গাড়ি দুর্ঘটনার মুখে মালাইকা, আহত অবস্থায় ভর্তি হাসপাতালে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পথ দুর্ঘটনার শিকার মালাইকা অরোরা (Malaika Arora)। শনিবার পুণেতে একটি ফ‍্যাশন প্রোগ্রাম থেকে ফেরার পথে অভিনেত্রীর গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। চোট পেয়েছেন মালাইকা। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন বলে খবর।

জানা যাচ্ছে, শনিবার বিকেলে পুণেতে একটি ফ‍্যাশন ইভেন্ট থেকে ফিরছিলেন মালাইকা। মুম্বইয়ের খালাপুর টোল প্লাজার কাছে দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি। জানা যাচ্ছে, দুটি গাড়ির মাঝে পড়ে গিয়েছিল মালাইকার গাড়ি। তাঁর সঙ্গে ছিলেন গাড়ি চালক ও দেহরক্ষী। তবে স্বস্তির খবর, অভিনেত্রীর তেমন গুরুতর চোট লাগেনি।


একজন এমএনএস নেতা মুম্বইয়ের দিকেই ফিরছিলেন। তিনিই মালাইকাকে উদ্ধার করে নিয়ে আসেন। নভি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মালাইকার কপালে সামান‍্য চোট লেগেছে। সিটি স্ক‍্যান করানো হয়েছে। পরীক্ষার ফলাফল সম্পূর্ণ ঠিক আছে। শনিবার রাতটা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর রবিবার সকালে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, বহুদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন মালাইকা। আইটেম গানের প্রসঙ্গ উঠলে তাঁর কথা না বললেই নয়। বলিউডের ‘মুন্নি’ তিনি। শাহরুখ খানের ‘দিল সে’ ছবিতে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে নেচে জনপ্রিয়তার শিখরে উঠেছিলেন তিনি। বহু ছবির আইটেম গানে নেচেছেন মাল্লা। নাচের দক্ষতা দেখিয়ে বলিউডে নিজস্ব যোগ‍্যতায় জায়গা করে নিয়েছেন অভিনেত্রী।

বিশেষ করে সলমন খানের ‘দাবাং’ ছবিতে তাঁর ‘মুন্নি বদনাম হুয়ি’ এখনো পর্যন্ত সুপারহিট। এই মুহূর্তে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা। মাঝে একাধিক বার বিচ্ছেদের গুঞ্জন উঠেছে তাঁদের নিয়ে। কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়ে আরো কাছাকাছি এসেছেন তাঁরা।

সম্পর্কিত খবর

X