শুকনো মেঝেতে আছাড় খাচ্ছেন! মালাইকার ভিডিও ভাইরাল হতেই ট্রোল নেটিজেনদের

বাংলাহান্ট ডেস্ক: কোনো না কোনো কারণে ঠিকই চর্চায় থাকেন মালাইকা অরোরা (malaika arora)। মূলত নিজের খোলামেলা পোশাকের জন‍্যই নেটিজেনদের নজর কাড়েন বেশি। এমনকি নিজের হাঁটার ভঙ্গিমা নিয়েও একাধিক বার ট্রোলের মুখে পড়েছেন তিনি। আর এবারে তো প্রায় হুমড়ি খেয়ে পড়তে পড়তে বাঁচলেন মালাইকা।

সম্প্রতি ক্রিসমাস উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিতে দেখা গিয়েছিল মালাইকাকে। ডিপ নেক ক্রপ টপ, ছোট্ট শর্টস ও জ‍্যাকেট পরে দেখা মিলল তাঁর। পায়ে ছিল অফ হোয়াইট রঙের উঁচু হিলের জুতো। গাড়ি থেকে নামতে নামতেই টাইলসের মেঝেতে নিয়ন্ত্রণ রাখতে না পেরে পা পিছলে যায় মালাইকার।

1011804 fotojet 2021 12 27t101038.286
পাশ থেকে একজন সঙ্গে সঙ্গে ধরেন অভিনেত্রীকে। নয়তো ক‍্যামেরার সামনেই পা পিছলে পড়তেন তিনি। সোশ‍্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই স্বাভাবিক ভাবে ট্রোলের ঝড় উঠেছে। একজন লিখেছেন, ‘পড়ে গেলে পুরো বেইজ্জত হতে হত!’ আরেকজন লিখলেন, ‘বুড়ো বয়সে এত উঁচু হিল পরলে এই হালই হবে।’ আরেকজন কটাক্ষ করেছেন, ‘সস্তা নেশার প্রভাব’।

ক্রিসমাসের দিনেও ছেলে আরহানকে জড়িয়ে ট্রোলড হন মা মালাইকা। বড়দিনে পরিবারের সকলের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল মালাইকা ও আরহানকে। শীত হোক বা গ্রীষ্ম, বরাবর খোলামেলা পোশাকেই দেখা মেলে অভিনেত্রীর। ছেলে পাশে থাকলেও পছন্দ মতো পোশাক পরতে কখনোই দ্বিধা করেন না তিনি। এদিন সাদার উপরে লাল ও কালো প্রিন্টের ডিপ নেক পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

https://www.instagram.com/reel/CX-SePYlML6/?utm_medium=copy_link

 

পাশে কালো টিশার্ট, লাল ট্র‍্যাক প‍্যান্ট ও কালো জ‍্যাকেটে দেখা মিলল আরহানের। পাপারাৎজি মা ছেলেকে অনুরোধ করেন একসঙ্গে পোজ দিতে। মায়ের সঙ্গে ছবি তুলতে রাজি হলেও যেন কিছুটা আড়ষ্ট ভাব দেখা যায় আরহানের মধ‍্যে। যেন নিজের মায়ের পাশেই ঠিক স্বচ্ছন্দ হতে পারছেন না তিনি।

সোশ‍্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হতেই একের পর এক কটাক্ষ উড়ে এসেছে মালাইকার দিকে। একজন লিখেছেন, ‘ভারতীয় মহিলাদের কি এই ধরনের পোশাক পরা উচিত? বিশেষ করে যখন তার তরুণ ছেলে তার সঙ্গে রয়েছে!’ আরেকজনের মতে, আরহান একেবারেই মায়ের পাশে দাঁড়াতে স্বচ্ছন্দ বোধ করছেন না! তাঁর মুখেই স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা।

Niranjana Nag

সম্পর্কিত খবর