‘বুড়ি’ বলে আক্রমণ মালাইকাকে, তুলনা করা হল রানু মণ্ডলের সঙ্গে

বাংলাহান্ট ডেস্ক:   ফের নেটিজেনদের সমালোচনার শিকার মালাইকা অরোরা। এবার রানু মন্ডলের সঙ্গে তুলনা টেনে তাঁকে কটাক্ষ করলেন নেটিজেনরা। যদিও বলা যায় ট্রোলের সঙ্গে মালাইকার সম্পর্ক বহুদিনের। সে জন্মদিনের অনুষ্ঠানে বিয়েবাড়ির সাজ সাজার জন্যই হোক বা নিজের তুলনায় বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই হোক নেটিজেনরা কখনওই তাঁকে ট্রোল থেকে অব্যাহতি দেন নি। এমনকি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছেলে আরহানের সঙ্গে ছবি দেওয়ায় কঙ্গনা রানাওয়াতের বোন রঙ্গোলি চান্দেলও কটাক্ষ করেন মালাইকাকে। তবে এবার তিনি কী এমন করলেন যে তাঁকে রানু মণ্ডলের সঙ্গে তুলনা করা হল!

26 11 2019 malaika ranu

সবই শুরু হয় মালাইকার সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্ট দিয়ে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন তিনি। ছবিতে হাতে তিনটি ব্যান্ড পরে পোজ দেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, “এই পৃথিবীতে সবার অধিকার রয়েছে। এই জগতে সকলেই শক্তিশালী।” ছবিতে মালাইকার অত্যধিক প্রসাধন ব্যবহার করা নিয়েই শুরু হয় ট্রোল।

কেউ কেউ বলেন, তিনি মেকআপ করেননি, বরং মেকআপের মধ্যেই পড়ে গিয়েছিলেন। আবার কেউ কেউ রানু মণ্ডলের সঙ্গে তাঁর তুলনা টানেন। অনেকেই তাঁকে ‘বয়স্ক’ বলে কটাক্ষ করলেও নেটিজেনদের একাংশ রূপের প্রশংসাও করেন মালাইকার।

নেটদুনিয়ায় সমালোচনা, ট্রোল নতুন নয়। পান থেকে চুন খসলেই তারকাদের সম্মুখীন হতে হয় নেটিজেনদের ট্রোলের। মালাইকাও এর ব্যতিক্রম নন। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের কারণে প্রায়ই নানা মন্তব্য শুনতে হয় তাঁকে। তবে তিনি বা অর্জুন কেউই এসবে  বিশেষ পাত্তা দেন না। প্রসঙ্গত, মালাইকাকে শেষ দেখা যায় ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘পটাকা’ ছবির ‘হ্যালো হ্যালো’ গানে। ছবিতে অভিনয় করেছেন রাধিকা মদন, সানয়া মলহোত্রা, সুনীল গ্রোভার ও বিজয় রাজ।

 

Niranjana Nag

সম্পর্কিত খবর