নিতম্ব দেখাতে গিয়ে এমন অদ্ভূত অঙ্গভঙ্গি! জিম পোশাকে হাঁসের মতো হেঁটে ট্রোলড মালাইকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পোশাক পছন্দ নিয়ে বারে বারে লাইমলাইটে উঠে আসেন মালাইকা অরোরা (malaika arora)। পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছেও নিয়মিত শরীরচর্চা ও ডায়েট দিয়ে শরীরে বাঁধন এখনো অটুট রেখেছেন অভিনেত্রী। সুন্দর ফিগার দেখাতে টাইট ও স্বল্প পোশাকই বেশি পছন্দ মালাইকার। বেশিরভাগ সময় আরামদায়ক জিম বা যোগের পোশাকেই দেখা যায় তাঁকে। আর এর জন‍্য প্রতিবারেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে মাল্লাকে।

এবারেও একই কাণ্ড হয়েছে। তবে এবার ট্রোলারদের নিশানায় মালাইকার হাঁটার অদ্ভূত ধরন। এমনিতে জিমে যাওয়ার সময় বেশ তাড়াতেই থাকেন তিনি। তবে এবারে তাড়াহুড়োর মধ‍্যে হাঁটতে গিয়ে এমন কাণ্ড করেছেন যে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা। একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে কালো জিমের পোশাকে দেখা গিয়েছে মালাইকাকে।


তবে সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর হাঁটার ধরন। হাঁসের মতো শরীরের উর্দ্ধাংশ সামনে এগিয়ে আর নিম্নাংশ পেছনে ঠেলে এলোমেলো ভাবে হাঁটতে দেখা গেল তাঁকে। তবে পাপারাৎজির ক‍্যামেরা দেখে হাত নাড়তে ভুললেন না অভিনেত্রী। এই ভিডিও নিয়েই নতুন মশকরার খোরাক পেয়েছে নেটনাগরিকরা।

কেউ মালাইকাকে হাঁসের সঙ্গে তুলনা করেছেন আবার কারোর মতে তাঁর হাঁটার ধরন উটপাখির মতো। অনেকে কটাক্ষ করেছেন, শরীর দেখাতে গিয়ে ক‍্যাট ওয়াক ভুলে গিয়েছেন মাল্লা। সব মিলিয়ে নেটদুনিয়ায় ট্রোলের নিশানায় এখন মালাইকা অরোরা খান।

https://www.instagram.com/reel/CUCGfdEIurJ/?utm_medium=copy_link

এর আগেও বারে বারে ট্রোলড হতে হয়েছে অভিনেত্রীকে। কখনো ছেলে আরহানের সামনে স্বল্প পোশাক পরার জন‍্য আবার কখনো টিকা নিতে গিয়ে ক্লিভেজ প্রদর্শন করার জন‍্য হাসির পাত্র হয়েছেন মালাইকা। তবে যতই ট্রোল হন না কেন, নিজের মতোই আছেন অভিনেত্রী।

সম্পর্কিত খবর

X