নিতম্ব দুলিয়ে ‘অশ্লীল’ নাচ, ট্রোলড হয়ে চরম সিদ্ধান্ত নিলেন মালাইকা

বাংলাহান্ট ডেস্ক: মালাইকা অরোরা (malaika arora) ও ট্রোল হাত ধরাধরি করে চলেন। বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে বা স্বল্প পোশাক পরার জন‍্য বারংবার ট্রোল হতে হয়েছে তাঁকে। পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছেও নিয়মিত শরীরচর্চা ও ডায়েট দিয়ে শরীরে বাঁধন এখনো অটুট রেখেছেন অভিনেত্রী। সুন্দর ফিগার দেখাতে টাইট ও স্বল্প পোশাকই বেশি পছন্দ মালাইকার।

বেশিরভাগ সময় আরামদায়ক জিম বা যোগের পোশাকেই দেখা যায় তাঁকে। আর এর জন‍্য প্রতিবারেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে মাল্লাকে। সম্প্রতি একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে মালাইকার। নিজের যোগাসন পার্টনার সর্বেশ শশীর সঙ্গে একটি নাচের ভিডিও শেয়ার ক‍রেছিলেন তিনি।

Malaika Arora in Reebook x Victoria Beckham collection featured 1366x768 1
গানের তালে তালে কোমর দুলিয়ে নাচতে দেখা গিয়েছিল তাঁদের। ইতিবাচক বার্তা দেওয়ার জন‍্যই ভিডিওটি শেয়ার করেছিলেন মালাইকা। কিন্তু ফল হল উলটো। নেটিজেনদের একাংশের মনে হয়েছে মালাইকার নাচ অত‍্যন্ত ‘অশ্লীল’। সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়ে ট্রোলাররা। এমনকি জোটে ‘বুড়ি’ কটাক্ষও। বাধ‍্য হয়ে কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন মালাইকা।

কিছুদিন আগে মালাইকা হাঁটার ধরন নিয়ে ট্রোল করেছিল নেটিজেনরা। এমনিতেই জিমে যাওয়ার সময় বেশ তাড়াতেই থাকেন তিনি। তবে এবারে তাড়াহুড়োর মধ‍্যে হাঁটতে গিয়ে এমন কাণ্ড করেছেন যে হেসে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা। একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে কালো জিমের পোশাকে দেখা গিয়েছে মালাইকাকে।

https://www.instagram.com/reel/CVJ3SZehtYv/?utm_medium=copy_link

তবে সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর হাঁটার ধরন। হাঁসের মতো শরীরের উর্দ্ধাংশ সামনে এগিয়ে আর নিম্নাংশ পেছনে ঠেলে এলোমেলো ভাবে হাঁটতে দেখা গেল তাঁকে। তবে পাপারাৎজির ক‍্যামেরা দেখে হাত নাড়তে ভুললেন না অভিনেত্রী। এই ভিডিও নিয়েই নতুন মশকরার খোরাক পেয়েছে নেটনাগরিকরা। কেউ মালাইকাকে হাঁসের সঙ্গে তুলনা করেছেন আবার কারোর মতে তাঁর হাঁটার ধরন উটপাখির মতো। অনেকে কটাক্ষ করেছেন, শরীর দেখাতে গিয়ে ক‍্যাট ওয়াক ভুলে গিয়েছেন মাল্লা।

Niranjana Nag

সম্পর্কিত খবর