ভ‍্যাকসিন নিতে গিয়েছেন নাকি ক্লিভেজ প্রদর্শন করতে! মালাইকাকে আক্রমণ নেটনাগরিকদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পোশাক পছন্দ নিয়ে বারে বারে লাইমলাইটে উঠে আসেন মালাইকা অরোরা (malaika arora)। পঞ্চাশের দোরগোড়ায় পৌঁছেও নিয়মিত শরীরচর্চা ও ডায়েট দিয়ে শরীরে বাঁধন এখনো অটুট রেখেছেন অভিনেত্রী। সুন্দর ফিগার দেখাতে টাইট ও স্বল্প পোশাকই বেশি পছন্দ মালাইকার। বেশিরভাগ সময় আরামদায়ক জিম বা যোগের পোশাকেই দেখা যায় তাঁকে। আর এর জন‍্য প্রতিবারেই কটাক্ষের মুখে পড়তে হয়েছে মাল্লাকে।

এমনকি করোনা টিকা (corona vaccine) নিতে গিয়েও তার ব‍্যতিক্রম হল না। আসলে সম্প্রতি টিকার দ্বিতীয় ডোজ নেন মালাইকা। জনপ্রিয় স্পোর্টস ফ‍্যাশন ব্র‍্যান্ডের জিম পোশাক পরে গিয়েছিলেন তিনি। ঢিলেঢালা প‍্যান্ট, স্পোর্টস ব্রা ও জ‍্যাকেট পরে টিকা নিতে দেখা যায় তাঁকে। এদিনের ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ারও করেন মালাইকা।


ছবিগুলি শেয়ার হতেই ট্রোল করতে ঝাঁপিয়ে পড়েন নীতিবাগীশরা। জিম ওয়‍্যারে মালাইকাকে দেখে কিছু মানুষের প্রশ্ন, টিকা নিতে গিয়েছেন না জিম করতে গিয়েছেন মালাইকা? আবার কয়েকজন মন্তব‍্য করেছেন, এখানেও কি ক্লিভেজ না দেখালেই চলছিল না। এমনকি ‘লজ্জাহীনা’র তকমাও জুটেছে অভিনেত্রীর।

https://www.instagram.com/p/CQshyNlh1Ip/?utm_medium=copy_link

মাস কয়েক আগেই ছেলে আরহানের সঙ্গে মালাইকার তুলনা করে তুমুল সমালোচনা করেন নেটিজেনরা। আংশিক লকডাউনের সময় মালাইকা ও আরহানকে দেখা গিয়েছিল মুম্বইয়ের রাস্তায়। আরহান ও মালাইকা দুজনের পরনেই ছিল বাড়ির পোশাক। কালো টিশার্টের সঙ্গে সাদা ফুল প‍্যান্ট পরেছিলেন আরহান। অপরদিকে কালো ক‍্যাজুয়াল টিশার্ট ও হলুদ হটপ‍্যান্ট পরে দেখা গিয়েছিল মাল্লাকে। একে অপরের সঙ্গে কথা বলতে বলতে হাঁটছিলেন দুজন।

https://www.instagram.com/p/CQsf1kMjtPu/?utm_medium=copy_link

ভিডিওটি সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মালাইকার উদ্দেশে উড়ে আসে একের পর এক তীর্যক মন্তব‍্য। একজন লেখেন, ‘আরহানও মায়ের থেকে বেশি কাপড় পরে রয়েছে। ছেলের সামনেও শরীর প্রদর্শন করা চাই মালাইকার।’ আবার একজন লেখেন, ‘ছেলে এত বড় হয়ে গিয়েছে তাও ঠিক ভাবে পোশাক পরতে শিখলেন না মালাইকা।’ তবে কোনোবারই এসব ট্রোলকে ধর্তব‍্যের মধ‍্যে আনেননি অভিনেত্রী।

সম্পর্কিত খবর

X