পোশাক না পরেই রাস্তায় বেরিয়ে পড়েছেন? কটু আক্রমণের মুখে মালাইকা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় তারকাদের মধ্যে নিঃসন্দেহে উঠে আসবে মালাইকা অরোরার নাম। তাঁকে ঘিরে যেমন বিতর্ক সৃষ্টি হয়েছে তেমনই বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। একটা সময় সলমন খানের দাদা আরবাজ খানের ঘরনী ছিলেন তিনি। তবে দীর্ঘদিন সম্পর্কে থাকার পরে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। এখন অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিবাহ বন্ধনেও আবদ্ধ হতে চলেছেন তাঁরা।

তবে মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে উঠে আসে মালাইকা অরোরার নাম। সে তাঁর পোশাকের পছন্দের জন্যই হোক বা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারনে। এই বয়সে এসেও স্বল্প পোশাক পরার জন্য মাঝে মাঝেই নেটিজেনদের আক্রমণের শিকার হন অভিনেত্রী। ফের একবার এই একই কারনে অশ্লীল আক্রমণের শিকার হয়েছেন তিনি। সম্প্রতি একটি অদ্ভূত পোশাকে দেখা গেল মালাইকাকে। জিমে যাওয়ার সময় একটি বডি হাগিং পোশাকে ধরা দিলেন তিনি। পোশাকটির রঙ তাঁর ত্বকের সঙ্গে মিলে যাওয়ায় নানান রকম অশ্লীল আক্রমণের সম্মুখীন হয়েছেন অভিনেত্রী।

malaika arora 154218525400

জিমে যাওয়ার সময় পাপারাৎজির ক্যামেরাবন্দি হন মালাইকা। তবে এইদিন বেশ তাড়াহুড়োর মধ্যে দেখা গেল তাঁকে। কিন্তু পাপারাৎজির জন্য পোজও দিতে ভোলেননি তিনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন তিনি। নানা রকম অশ্লীল আক্রমণের সম্মুখীন হতে হয়েছে তাঁকে। নেটিজেনদের একাংশ প্রশ্ন করেছেন, স্কুবা ডাইভিং করতে যাচ্ছেন নাকি মালাইকা?

https://www.instagram.com/p/B9n7CGanSzG/?igshid=1mzwxbr9mgcdc

প্রসঙ্গত, কিছুদিন আগেই স্বল্প পোশাক পরা নিয়ে নেটিজেনদের সমালোচনার বিরুদ্ধে মুখ খুলেছিলেন মালাইকা অরোরা। একটি কোম্পানির হয়ে প্রোমোশন করতে দেখা গিয়েছে তাঁকে। সেই প্রোমোশনেই কথার ফাঁকে যাবতীয় সমালোচনার জবাব দিলেন মালাইকা। তাঁর কথায়, তিনি কী পরবেন না পরবেন সেটা সম্পূর্ণ তাঁর ব্যাপার। কে কী বলছে সেটা জরুরি নয়। আয়নায় নিজেকে দেখলে সবথেকে সুন্দরী নিজেকেই মনে হয় সেটাই সবথেকে বেশি জরুরি। নতুন পোশাক পরা নিয়ে অনেকেই অনেক কিছু বলতে পারে। কিন্তু তিনি কী পরবেন না পরবেন সেটা তিনিই ঠিক করবেন। ‘বেহেন কুছ ভি পেহেন’ এটাই মালাইকার কথা।

Niranjana Nag

সম্পর্কিত খবর