ভারতীয় নারীর এ কী পোশাক! মা মালাইকার সঙ্গে ছবি তুলতে লজ্জা পান ছেলে আরহান, দাবি নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ট্রোলের হাত থেকে সহজে রেহাই পান না মালাইকা অরোরা (malaika arora)। কখনো পোশাক নিয়ে, কখনো আবার তাঁর হাঁটার ভঙ্গি নিয়ে কড়া সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। বিশেষ করে খোলামেলা পোশাক পরার জন‍্যই ট্রোল হন মাল্লা। এমনকি ছেলেকে জড়িয়েও কুৎসিত কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।

সম্প্রতি ক্রিসমাসের দিনেও ছেলে আরহানকে জড়িয়ে ট্রোলড হলেন মা মালাইকা। বিদেশে পড়াশোনা করছেন আরবাজ ও মালাইকার একমাত্র ছেলে আরহান খান। ক্রিসমাস উপলক্ষে দেশে ফিরেছেন তিনি। বিচ্ছেদ হয়ে গেলেও বাবা মা দুজনেই একসঙ্গে গিয়েছিলেন ছেলেকে আনতে।

বড়দিনে পরিবারের সকলের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছে মালাইকা ও আরহানকে। শীত হোক বা গ্রীষ্ম, বরাবর খোলামেলা পোশাকেই দেখা মেলে অভিনেত্রীর। ছেলে পাশে থাকলেও পছন্দ মতো পোশাক পরতে কখনোই দ্বিধা করেন না তিনি। এদিন সাদার উপরে লাল ও কালো প্রিন্টের ডিপ নেক পোশাকে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

পাশে কালো টিশার্ট, লাল ট্র‍্যাক প‍্যান্ট ও কালো জ‍্যাকেটে দেখা মিলল আরহানের। পাপারাৎজি মা ছেলেকে অনুরোধ করেন একসঙ্গে পোজ দিতে। মায়ের সঙ্গে ছবি তুলতে রাজি হলেও যেন কিছুটা আড়ষ্ট ভাব দেখা যায় আরহানের মধ‍্যে। যেন নিজের মায়ের পাশেই ঠিক স্বচ্ছন্দ হতে পারছেন না তিনি।

https://www.instagram.com/varindertchawla/reel/CX5sjAopUzO/?utm_medium=copy_link

সোশ‍্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হতেই একের পর এক কটাক্ষ উড়ে এসেছে মালাইকার দিকে। একজন লিখেছেন, ‘ভারতীয় মহিলাদের কি এই ধরনের পোশাক পরা উচিত? বিশেষ করে যখন তার তরুণ ছেলে তার সঙ্গে রয়েছে!’ আরেকজনের মতে, আরহান একেবারেই মায়ের পাশে দাঁড়াতে স্বচ্ছন্দ বোধ করছেন না! তাঁর মুখেই স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা।

বাবা, মা, ছেলে ও বোন অমৃতা অরোরার জন‍্য ক্রিসমাসের উদযাপনে মেতেছিলেন মালাইকা। এদিনের কিছু বিশেষ ছবিও তিনি শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। আমন্ত্রিত ছিলেন প্রেমিক অর্জুন কাপুরও। উল্লেখ‍্য, করিনা কাপুর খানের সঙ্গে করোনা ধরা পড়েছিল অমৃতারও। রিপোর্ট নেগেটিভ আসতেই ফের পার্টিতে মজেছেন দুজনে।

X