৪৭-এও ফুটন্ত যৌবন, ছোট্ট বিকিনিতে অর্ধেক শরীর দেখিয়ে ভাইরাল মালাইকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত সেপ্টেম্বরেই করোনা আক্রান্ত হয়েছিলেন মালাইকা অরোরা (malaika arora) ও অর্জুন কাপুর (arjun kapoor)। এই দুই ‘লাভবার্ডস’ যে লকডাউনেও একসঙ্গেই ছিলেন তা সম্প্রতিই স্বীকার করেছেন মালাইকা। ২০২০র শেষটা একসঙ্গে কাটাবেন বলে ভ‍্যাকেশনে পাড়ি দিয়েছিলেন অর্জুন মালাইকা। গোয়ায় (goa) ভ‍্যাকেশন থেকে বেশ কয়েকটি ছবি (photo) শেয়ার করেছেন অভিনেত্রী।

বিকিনিতে একের পর এক বোল্ড ছবি শেয়ার করে চলেছেন মালাইকা। ৪৭ বছর বয়সেও যেন যৌবনের আগ্নেয়গিরি তিনি। ছোট্ট বিকিনিতে প্রায় অর্ধেক শরীর দেখিয়েই ক‍্যামেরাবন্দি হয়েছেন মালাইকা। সেই সঙ্গে বছরের প্রথম দিনেই অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠ ছবি শেয়ার করে অনুরাগীদের জানিয়েছেন নতুন বছরের শুভেচ্ছা।

এর আগেও সবুজ অ্যানিমাল প্রিন্টের বিকিনি পরে ভেজা শরীরে সুইমিং পুলের ধারে পোজ দিয়েছিলেন মালাইকা। হালকা সবুজ রঙা বিকিনি টপেও ব‍্যালকনিতে ক‍্যামেরাবন্দি হয়েছিলেন তিনি। আর এই সব ছবিকে ঘিরেই তুমুল ট্রোলও হয়েছিলেন অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে ছবিগুলি শেয়ার করেন মালাইকা। আর শেয়ার করা মাত্রই একের পর এক কুৎসিত মন্তব‍্য ধেয়ে আসে তাঁর দিকে। মালাইকার পোশাক ও শরীর নিয়ে তো বটেই, তাঁকে ‘বুড়ি’ বলেও কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনদের একাংশ।

গোয়ায় বোন অমৃতা অরোরার বিলাসবহুল ভিলায় রয়েছেন অর্জুন ও মালাইকা। গোয়ার ক‍্যান্ডোলিম বিচের এই বাড়িতে রয়েছে এক বিশাল সুইমিং পুল। পাঁচটি বেডরুম নিয়ে এই সুবিশাল ভিলাতেই বছরের শেষ দিনগুলি কাটাচ্ছেন অর্জুন ও মালাইকা। সঙ্গে রয়েছেন অমৃতা, তাঁর স্বামী সাকিল লাদাখ ও তাঁদের সন্তানরা।

X