বাংলাহান্ট ডেস্ক: নোবেলজয়ী মালালা ইউসুফজাই (Malala Yousafzai) এর মুকুটে নতুন পালক। এ বছর অস্কারে সেরা বিদেশি ছবির বিভাগে মনোনীত হয়েছে ‘জয়ল্যান্ড’ (Joyland)। এই ছবির কার্যনির্বাহী প্রযোজক হলেন মালালা। এর আগে কান চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছিল জয়ল্যান্ড। এবার আরো বড় সম্মানের অপেক্ষায় মালালার ছবি।
পাকিস্তানি ছবি ‘জয়ল্যান্ড’ কান চলচ্চিত্র উৎসবে ক্যুইয়ার পাম এবং জুরি পুরস্কার জিতেছিল। এবার অস্কারে ছবিটি সম্মানিত হয় কিনা সেটাই দেখার। মালালা বলেন, জয়ল্যান্ড পাকিস্তানি শিল্পীদের সঙ্গে বিশ্বের পরিচয় করায়। ছবিটি চারপাশকে, নিজেদের পরিবার পরিজনকে নতুন ভাবে চিনতে শেখায়। এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত, বলেন মালালা।
সমাজের প্রচলিত ধ্যান ধারণা, যৌনতার গতে বাঁধা ধারণার মূলে আঘাত করে জয়ল্যান্ড। ছবিটি এক পুরুষতান্ত্রিক রক্ষণশীল পরিবার ও সেই পরিবারের ছোটছেলের গল্প নিয়ে তৈরি। পরিবারের ছোটছেলে পরিবারের বিরুদ্ধে গিয়ে একটি ‘এরোটিক ডান্স থিয়েটার’এ যোগ দেয়। এক বৃহন্নলার প্রেমেও পড়ে। মালালার বিদ্রোহী মনোভাবের সঙ্গে অনেকটা একাত্ম হয় জয়ল্যান্ড।
একাধিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছে ছবিটি। জয়ল্যান্ড ছবিতে অভিনয় করেছেন আলি জুনেজো, আলিনা খান, রস্তি ফারুক, সরওয়াত গিলানি, সলমন পীরজাদা, সোহেল সমীর, সানিয়া সইদের মতো নামী পাকিস্তানি অভিনেতা অভিনেত্রীরা।
প্রসঙ্গত, পাকিস্তানের মেয়ে মালালা দুঃসাহসের জন্য গোটা বিশ্বে চর্চার মধ্যমণি হয়ে উঠেছিলেন। পাক মুলুকে মহিলাদের শিক্ষার অধিকার নিয়ে সরব হয়েছিলেন তিনি। দুঃসাহস দেখানোর জন্য ২০১২ সালে তালিবানের গুলিতে বিদ্ধও হয়েছিলেন মালালা। তারপর মাত্র ১৬ বছর বয়সে রাষ্ট্রপুঞ্জে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে বক্তৃতা দেন তিনি। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় মালালাকে। তিনিই সর্বকনিষ্ঠ নোবেলজয়ী।