বাংলাহান্ট ডেস্ক: জীবনের নতুন সফর শুরু করলেন নোবেল জয়ী মালালা ইউসুফজাই (malala yousafzai)। বার্মিংহামে গোপনে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে চার হাত এক হল মালালা ও অসরের। পাত্রও বেশ হেভিওয়েট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তা হলেন অসর। মঙ্গলবার চুপিসারে বিয়ে সেরে সোশ্যাল মিডিয়ায় সুখবর জানান তিনি।
বিয়ের একাধিক ছবি শেয়ার করে মালালা লিখেছেন, ‘আজকের দিনটা আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ। অসর ও আমি সারা জীবনের সঙ্গী হওয়ার জন্য গাঁটছড়া বাঁধলাম। আমাদের পরিবারকে নিয়ে বার্মিংহামের বাড়িতে ছোট নিকাহ অনুষ্ঠান হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন। ভবিষ্যৎ জীবনে একসঙ্গে পথ চলার জন্য আমরা দুজনেই খুব উত্তেজিত।’
মালালাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (priyanka chopra jonas)। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মালালা ও অসরের ছবি শেয়ার করে নতুন জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন অভিনেত্রী। পাক কন্যাকে নতুন দৃষ্টিভঙ্গি বলে প্রশংসা করেছেন প্রিয়াঙ্কা। কানাডাবাসী ইউটিউবার ও টক শো হোস্ট লিলি সিংও শুভেচ্ছা জানিয়েছেন মালালাকে।
পাকিস্তানের মেয়ে মালালা দুঃসাহসের জন্য গোটা বিশ্বে চর্চার মধ্যমণি হয়ে উঠেছিলেন। পাক মুলুকে মহিলাদের শিক্ষার অধিকার নিয়ে সরব হয়েছিলেন তিনি। দুঃসাহস দেখানোর জন্য ২০১২ সালে তালিবানের গুলিতে বিদ্ধও হয়েছিলেন মালালা। তারপর মাত্র ১৬ বছর বয়সে রাষ্ট্রপুঞ্জে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে বক্তৃতা দেন তিনি।
https://www.instagram.com/p/CWEFS6do4Jz/?utm_medium=copy_link
২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় মালালাকে। তিনিই সর্বকনিষ্ঠ নোবেলজয়ী। উল্লেখ্য, মাস কয়েক আগেই একটি সাক্ষাৎকারে মালালা বলেছিলেন বিয়ের প্রয়োজনীয়তা বুঝে উঠতে পারেন না তিনি। তিনি নিজেও নিশ্চিত নন বিয়ে করবেন কিনা। কিন্তু অপ্রয়োজনীয় বলেও বিয়েটা শেষমেষ করেই ফেললেন মালালা।