বাংলাহান্ট ডেস্ক : রাস্তাঘাটে চলার সময় আমাদের সবাইকে কিছু নিয়ম মেনে চলতে হয়। আবার কখনো কোন সংরক্ষিত স্থানে গেলে সেখানে থাকে বিশেষ নিয়ম ও শর্তাবলী। অনেক সময় কোন কিছু স্পর্শ করলে দিতে হয় জরিমানা। কিন্তু আপনি এমন কথা কি কখনো শুনেছেন যে কোন গ্রামে বেড়াতে গিয়ে যদি কিছু স্পর্শ করে ফেলেন তাহলে আপনাকে গুনতে হবে মোটা জরিমানা। খুব আশ্চর্য হচ্ছেন? ভাবছেন এ আবার কি নিয়ম! এ ধরনের গ্রাম আদৌ আমাদের পৃথিবীতে আছে নাকি! উত্তরটা হল হ্যাঁ একদম সত্যি। সত্যিই এরকম গ্রাম আছে আমাদের এই ভারতেই। আজ আমরা জেনে নেব ঐতিহ্যপূর্ণ ও পুরনো সেই গ্রামের বিষয়।
হিমাচল প্রদেশের মলানা নামের এই গ্রামটি অবস্থিত আমাদের ভারতবর্ষে পাহাড়ের কোলে। এই গ্রামের একটি কঠোর নিয়ম হলো বাইরের কোনও ব্যক্তি এই গ্রামে এসে কোন জিনিস স্পর্শ করতে পারবেন না। বাইরের কোনও ব্যক্তি এসে যদি এই গ্রামে কোনওরকম ঘরবাড়ি দোকান বা মানুষকে হাত লাগায় তাহলে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে তাকে। এর পাশাপাশি এই গ্রামটিতে ভিডিও তোলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই নিয়মটি এখানকার স্থানীয় বাসিন্দাদের ঐতিহ্যপূর্ণ পবিত্রতা রক্ষার্থে তৈরি। তবে পর্যটকরা এলে সেখানে ছবি তুলতেই পারেন।
এই নিয়ম গুলির পাশাপাশি আরও একটি নিয়ম প্রচলিত আছে মলানা গ্রামে। সেটি হলো গ্রামের ঝোপ ছাড় বা গাছপালা ব্যবহার করে কেউ জ্বালানি উনুন তৈরি করতে পারবেন না। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য এই নিয়মটি এখানে তৈরি। এই গ্রামের লোকজনেরা কানাসি ভাষা ব্যবহার করে থাকে।
বাইরে থেকে আসা কোন পর্যটক যদি কোন দোকানে জিনিসপত্র কিনতে চান তাহলে তাকে দোকানের বাইরে থেকেই তা কিনতে হবে, তিনি দোকানের ভিতরে প্রবেশ করার অনুমতি পাবেন না। দাম মেটাবার সময় ক্রেতাকে টাকা দোকানের বাইরে একটি নির্দিষ্ট স্থানে রেখে দিতে হয় পরে বিক্রেতা সেই জায়গা থেকে টাকাটি তুলে নেন।
সারা দেশে আমাদের সরকার পরিচালনা হয় কেন্দ্রীয় তরকে। বিভিন্ন ধরনের সমস্যা ও সাহায্যের জন্য কেন্দ্রীয় সরকারের আশ্রয় নেওয়া হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন এই গ্রামের মানুষেরা এখনো পর্যন্ত কোনো সমস্যার জন্য পুলিশ বা প্রশাসনের সাহায্য নেননি। এই গ্রামের মানুষদের জন্য রয়েছে আলাদা নিজস্ব বিচার বিভাগীয় ব্যবস্থা। নিজেদের মধ্যে আর শোনার মাধ্যমে তারা যেকোনো সমস্যার সমাধান বার করেন।
সিকান্দারের বংশধর মনে করা এখানকার গ্রামবাসীরা নিজেদেরকে শুদ্ধ আর্য রূপে প্রতিষ্ঠিত করতে চায়। ঠিক এই কারণে গ্রামের বহিরাগতের এখানে এসে কোন দ্রব্য বা বাসস্থান স্পর্শ করার অনুমতি নেই।
এই গ্রামে আসার জন্য আপনাকে প্রথমে কসল যেতে হবে। এরপর প্রায় ২২ কিলোমিটার পথ যাত্রা করে পৌঁছাতে হবে জরি। এরপর সেখান থেকে ট্যাক্সি করি সহজেই আপনি পৌঁছে যেতে পারেন মালানা গ্রাম। ট্যাক্সি ভাড়া সাধারণত থাকে ৬০০ টাকার আশেপাশে।