নারদ মামলা থেকে নিজের নাম বাতিল করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে গেলেন আইনমন্ত্রী মলয় ঘটক

বাংলাহান্ট ডেস্কঃ নারদ মামলা (Narada case) থেকে নিজের নাম বাতিল করার আর্জি জানালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারন করা হয়েছে মঙ্গলবার। কিন্তু তার আগেই এই মামলা থেকে তাঁর নাম সরানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন মলয় ঘটক।

নারদ মামলায় ফিরহাদ হাকিম (Firhad Hakim), মদন মিত্র (Madan Mitra), শোভন চ্যাটার্জি (Sovan Chatterjee) এবং সুব্রত মুখার্জিদের (Subrata Mukherjee) গত ১৭ ই মে আচমকাই গ্রেফতার করেছিল সিবিআই। তাঁরা গ্রেফতার হতেই বাংলা জুড়ে বিক্ষোভের পরিবেশ তৈরি হয়। এমনকি নিজাম প্যালেসে গিয়ে তাঁকেও গ্রেফতার করার কথা বলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

Narada Case

সেখানে প্রথমে তাঁদের জামিন মঞ্জুর হলেও, পরবর্তীতে হাই কোর্টের নির্দেশে তাঁদের জামিন স্থগিত হয়ে যায় এবং চারজনকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়। এরপর মামলার রায়ে ভারপ্রাপ্ত বিচারপতি অরিজিৎ বন্দ্য়োপাধ্যায় জামিনের পক্ষে থাকলেও, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল জামিনের বিপক্ষে থাকায় ধৃতরা ছাড়া পেলেও গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়।

bbvbvbj

তবে এই মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে হলফনামা পেশ করে সিবিআই (cbi), যাতে করে এই মামলা এই রাজ্য থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায় এবং সঠিক বিচার করা হয়। তবে এই মামলায় ধৃতদের সঙ্গে পার্টি করা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাসংদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকেও। তাই এবার এই মামলা থেকে নিজের নাম সরানর দাবি করলেন মলয় ঘটক।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর