বাংলাহান্ট ডেস্ক: তাবড় বলিউড (bollywood) ছবিকে পেছনে ফেলে ভারতীয় ছবি হিসাবে অস্কারের (oscar) দৌড়ে নাম লেখালো মালয়ালম (malayalam) ছবি ‘জাল্লিকাট্টু’ (jallikattu)। ৯৩ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ক্যাটেগরিতে জায়গা করে নিয়েছে এই ছবি। দীপিকা পাডুকোন, বিদ্যা বালান অভিনীত ছবিকে হেলায় হারিয়ে প্রতিযোগিতায় নাম লিখিয়েছে এই ছবি।
মোট ২৭টি ছবির মধ্যে থেকে নির্বাচিত হয়েছে এই মালয়ালম ছবি। সেই তালিকায় ছিল ছপাক, শকুন্তলা দেবী, গুঞ্জন সাক্সেনা, ছলাং, গুলাবো সিতাবো, দ্য স্কাই ইজ পিঙ্ক, বুলবুলের মতো ছবি। জাল্লিকাট্টু ছবির বিষয়, প্রযোজনা ও পরিচালনার প্রভূত প্রশংসা করেছেন ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া, জুরি বোর্ডের চেয়ারম্যান রাহুল রাওয়াইল।
তাঁর কথায়, ‘এই ছবিতে মানুষের জান্তব দিকটা খুব স্পষ্ট ভাবে তুলে ধরা হয়েছে। মানুষের প্রবৃত্তি পশুর চেয়েও অধম। খুব সুন্দর ভাবে ছবির কাহিনি বলা হয়েছে। ছবির প্রযোজনার উপর সবার গর্ব হওয়া উচিত। অসাধারন ভাবে ছবিটি শুট করা হয়েছে। ছবিতে দেখানো আবেগ সকলকে স্পর্শ করে গিয়েছে। লিজো অনবদ্য পরিচালক। সেই কারণেই আমরা জাল্লিকাট্টুকেই চূড়ান্ত করলাম।’
INDIA'S OFFICIAL ENTRY TO #OSCARS… #Malayalam film #Jallikattu will be #India’s official entry to the 93rd Academy Awards 2021 #Oscars. pic.twitter.com/qxPpfvT83a
— taran adarsh (@taran_adarsh) November 25, 2020
এস হরিশের ছোট গল্প মাওয়িস্ট এর অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। চলচ্চিত্র উৎসবেও বেশ সাড়া ফেলেছিল এই ছবি। গত বছর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। তারপর ২৪ তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয় ছবিটি।
৫০ তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জাল্লিকাট্টুর জন্য সেরা পরিচালকের শিরোপা পান লিজো জোস পেলিসারি। প্রসঙ্গত, গত বছর জোয়া আখতারের গলি বয় অস্কারের দৌড়ে নাম লিখিয়েও ছিটকে যায়। নমিনেশনের জন্য নির্বাচিতই হতে পারেনি সেই ছবি।