গান গাইতে গাইতেই লুটিয়ে পড়েন মঞ্চে, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ জনপ্রিয় গায়ক

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত জনপ্রিয় মালয়ালম সঙ্গীতশিল্পী (Malayalam Singer) এডাভা বশির (Edava Basheer)। শনিবার একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময়ে মঞ্চেই লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন। বর্ষীয়ান সঙ্গীতশিল্পীর বয়স হয়েছিল ৭৮ বছর।

শনিবার রাতে কেরলের আলাপ্পুঝায় ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে গান গাইছিলেন এডাভা বশির। দিব‍্যি চলছিল গানের অনুষ্ঠান। ‘টুটো খিলোনে’ ছবির ‘মানা হো তুম বেহদ হাসিন’ গানটি গাইছিলেন তিনি। মুগ্ধ হয়ে শুনছিলেন শ্রোতারা। কোথাও কোনো অসঙ্গতি চোখে পড়েনি কারোর।

12 10
হঠাৎ করেই তাল কাটে। গান বন্ধ করে দেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। কেউ কিছু বুঝে ওঠার আগেই দাঁড়ানো অবস্থা থেকে লুটিয়ে পড়েন মঞ্চেই। অনুষ্ঠানের দায়িত্বে যারা ছিলেন সঙ্গে সঙ্গে মঞ্চে দৌড়ে যান তাঁরা। অচেতন সঙ্গীতশিল্পীকে তড়িঘড়ি নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। শনিবার রাত সাড়ে নটার সময়ে ঘটে এই ঘটনা।

তিরুবনন্তপুরমের এডাভাতে জন্ম বশিরের। পড়াশোনা শেষ করে পাকাপাকি ভাবে কোল্লামে চলে আসেন তিনি। তিরুবনন্তপুরমে গান ভূষণম কোর্স নিয়ে পড়েছিলেন তিনি। সেই সময়েই পুরোদস্তুর গায়ক বনে গিয়েছিলেন বশির। আধুনিক বাদ‍্যযন্ত্র আবিষ্কারের জন‍্যও জনপ্রিয় ছিলেন তিনি। বিদেশের বহু বাদ‍্যযন্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর পর ‘সঙ্গীতালয়’ নামে একটি ট্রুপ শুরু করেন বশির।

‘রঘু বংশম’ ছবির হাত ধরে প্লেব‍্যাক গানের জগতে পা রেখেছিলেন বশির। মালয়ালম সঙ্গীত জগতের বেশ জনপ্রিয় গায়ক ছিলেন তিনি। তাঁর মৃত‍্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইন্ডাস্টট্রিতে। তাঁর মরদেহ আলাপ্পুঝা থেকে কোল্লামে নিয়ে আসা হয়েছে।

Niranjana Nag

সম্পর্কিত খবর