ভারত (India) এখন অন্যান্য দেশকে দমিয়ে রাখার শক্তি অর্জন করে নিয়েছে। গত মাসে জাতিসংঘে কাশ্মীরের বিষয়টি উত্থাপনকারী মালয়েশিয়া ভারতের পদক্ষেপে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছে যে, এখন ভারত সরকারকে তারা বাণিজ্য সম্পর্কের উন্নতির জন্য আহ্বান জানাতে বাধ্য হয়েছে। সম্প্রতি, খবরে বলা হয়েছিল যে ভারত সরকার মালয়েশিয়া থেকে আমদানি নিষিদ্ধ করতে পারে, এর পরে ভারতীয় পরিশোধকরা মালয়েশিয়া থেকে আমদানি করা পাম অয়েল কেনা বন্ধ করে দিয়েছে। ভারতীয় পরিশোধনকারীদের এই বড় পদক্ষেপ মালয়েশিয়াকে গভীর ঝটকা দিয়েছে। এখন মালয়েশিয়ার মন্ত্রীরা সামনে এসে বলতে বাধ্য হয়েছেন যে তারা ভারতের চেয়ে বেশি আমদানি করতে প্রস্তুত এবং উভয় দেশেরই তাদের সম্পর্ক উন্নত করা উচিত।
এখনও অবধি ভারত মালেশিয়া থেকে আমদানি বেশি করে রপ্তানি কম করে। ফলে ভারতের লাভ কম হয়, মালেশিয়ার লাভ বেশি হয়। কিন্তু ভারত সরকার মালেশিয়ার উপর কড়া হতেই তারা ভারতকে প্রস্তাব দিতে শুরু করেছে। মালেশিয়া ভারত সরকারকে নতুন প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, মালেশিয়া চাই ভারত মালেশিয়ায় রপ্তানি বৃদ্ধি করুক। আসলে ভারত মালেশিয়াকে ৬.৪ বিলিয়ন ডলারের মাল বিক্রি করে। অন্যদিকে মালেশিয়া ভারতকে ১০.৮ বিলিয়ন ডলার। অর্থাৎ মালেশিয়া অনেকবেশি লাভবান হয়।
কিন্তু মালেশিয়ার প্রধানমন্ত্রী UNGA তে কাশ্মীর ইস্যু উত্থাপন করায় ভারত মালশিয়ার সাথে ট্রেড বন্ধ করার পর্যায়ে চলে এসেছে। এতেই ঘাবড়ে গেছে মালেশিয়া সরকার। তাই ভারত- মালেশিয়ার মধ্যে যে ট্রেড ডেফিসিট আছে সেটাকে কমানোর প্রস্তাব দিয়েছে মালেশিয়া। এরআগে ভারত সরকার মালেশিয়া থেকে আগত পাম অয়েলের উপর ট্যাক্স বৃদ্ধি করে দিয়েছিল।
ফলে মালেশিয়ায় কর্মসংস্থান অনেক প্রভাব পড়েছিল। মালেশিয়ায় প্রায় ৩ কোটি লোকজনের কাজের উপর এর প্রভাব পড়েছে। তবে পরিস্থিতি যা, তাতে ভারত এখন মালেশিয়াকে ক্ষমা করার মুডে নেই। কারণ মালেশিয়া আতঙ্কবাদী দেশ পাকিস্তানের সমর্থন করতে গিয়ে ভারতের অভ্যন্তরীন বিষয়ে নাক গলিয়েছে। ট্রেড ওয়ার কোন দেশের অর্থনীতির জন্য শুভ নয়, তাই ভারত সম্ভবত মালয়েশিয়া থেকে ইতিবাচক বিবৃতি শোনার অপেক্ষায় রয়েছে।