মালদায় চটুল নাচের আসরে ছাত্র-যুবদের ভিড়, চলল দেদার জুয়া! কাঠগড়ায় তৃণমূল

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ যাত্রাপালার নাম করে চলছে চটুল গান আর তার সঙ্গেই নৃত্যে মেতেছে স্বল্পবসনা নর্তকীরা। আবার অপরদিকে জুয়া খেলায় মেতেছে মানুষ। মালদা (Malda) জেলার এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছ সর্বত্র। এই ঘটনায় বর্তমানে রাজ্যের শাসক দলকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি (Bharatiya Janata Party)।

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা সংলগ্ন ছত্রক গ্রামের ঘটনায় উত্তপ্ত রাজনীতি। ইতিমধ্যেই চটুল নাচ এবং জুয়া খেলার ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে বিজেপি। আবার অপরদিকে, দলের সঙ্গে এ ঘটনার কোনো যোগাযোগ নেই বলেও পাল্টা জবাব তৃণমূল শিবিরের।

ঘটনাটি কি? মালদা জেলার ছত্রক গ্রামে যাত্রাপালার নাম করে একটি চটুল নাচের আসর ঘিরে বর্তমানে সরগরম পরিস্থিতি। আসরে স্বল্পবসনা নর্তকীদের নৃত্যের পাশাপাশি দেদার চলে জুয়া খেলা। এমনকি, সেখানে ছাত্র থেকে শুরু করে যুবদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অথচ কোনরকম পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশ প্রশাসনকে আর এই ঘটনাটিতেই বর্তমানে তৃণমূল কংগ্রেসের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

সম্পূর্ণ ঘটনা প্রসঙ্গে এদিন উত্তর মালদা জেলার বিজেপি সাংগঠনিক সম্পাদক বলেন, “ছত্রক গ্রামে নাচের আসর বসে চলেছে। মেয়েরা ছোট জামা কাপড় পড়ে নাচ করেছে। এমনকি, সেই অনুষ্ঠানে ছাত্র যুবদের উপস্থিত থাকার পাশাপাশি দেদার জুয়া খেলায় মেতেছে মানুষ। এর পিছনে তৃণমূলের মদত রয়েছে। পুলিশ প্রশাসনের সক্রিয় থাকা প্রয়োজন।”

Malda

যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূল কংগ্রেস নেতা তোবারক হোসেন চৌধুরী বলেন, “এই ঘটনায় শাসকদলের কোন যোগাযোগ নেই। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।”

সম্পর্কিত খবর

X