বাংলাহান্ট ডেস্ক : ডিজে বাজানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে কিছুদিন আগে উত্তপ্ত হয়ে ওঠে মালদহ। বৃহস্পতিবার মালদহের মোথাবাড়ি (Mothabari) এলাকায় সৃষ্টি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। একের পর এক দোকান, গাড়িতে ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই আবহেই আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে ইদ।
মালদহ (Malda) মোথাবাড়ির (Mothabari) পরিস্থিতি নিয়ে এসপির বক্তব্য
পাশাপাশি আজ থেকেই আবার শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। কিছুদিন পরই রয়েছে রাম নবমী। সব মিলিয়ে অশান্তির আবহে মালদহ জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ পুলিশ-প্রশাসনের কাছে। আজ মালদহের (Malda) পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জেলাশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন নাগরিক সমাজ, ধর্মীয় গোষ্ঠীর নেতা, চেম্বার অফ কমার্সের প্রতিনিধিদের সাথে।
আরও পড়ুন : টিকিট সংক্রান্ত দুর্ভোগ থেকে মিলবে মুক্তি! যাত্রীদের জন্য বড় পদক্ষেপ রেলের, এখনই নিন জেনে
জেলাশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আজকের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলা সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, সহ সভাধিপতি, রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক, পুলিশ সুপার ও সমস্ত ধর্মের ধর্মগুরুরা। বাংলা হান্টের মুখোমুখি হয়ে প্রদীপকুমার যাদব প্রতিবছরই এই বৈঠক করা হয় বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন : মহিলারা ধর্ষণ করতে পারেন না! বিরাট পর্যবেক্ষণ হাই কোর্টের
প্রদীপকুমার যাদব জানান, “আসন্ন দুটি ধর্মীয় উৎসবের আগে আমরা সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে আলোচনা করলাম। কাল থেকে ব্যারিকেড তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ কর্তাদের নিজ নিজ এলাকায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বৈঠকে। একই সাথে পুলিশ সুপারের সংযোজন, কিছুদিন আগে ঘটে যাওয়া অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।”
আপাতত সংশ্লিষ্ট এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট। তবে ইন্টারনেট পরিষেবা ঠিক কবে থেকে স্বাভাবিক হবে সেই বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না বলেই মন্তব্য করেন প্রদীপকুমার যাদব। পরিস্থিতি বিচার করে ইন্টারনেট পরিষেবা কয়েকদিন পর চালু হতে পারে বলে জানিয়েছেন সুপার। ফলে, মোথাবাড়ির পরিস্থিতি যাতে কোনভাবেই প্রশাসনের হাতের বাইরে না বেরিয়ে যায় সেই কারণেই এই উদ্যোগ তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।
জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে পুলিশ সুপার (Superintendent of Police) এদিন আরও বলেন, সাধারণ মানুষকে আমরা জানাতে চাইছি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো খবর থেকে সাবধান থাকতে। সমাজ মাধ্যমে এই ধরনের গুজব বা ভুয়ো খবর নজরে আসলে তা অবিলম্বে জানান পুলিশ-প্রশাসনকে। পরিস্থিতি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন পুলিশ সুপার।