কালীর ১০ মাথা, ১০ হাত, ১০ পা! অবাক লাগছে? দেখুন, বাংলার কোথায় আছে ‘শিবহীন’ এই দেবী

বাংলাহান্ট ডেস্ক : মালদা শহরের গঙ্গাবাগ এলাকার দশমাথা মহাকালীর পুজো অমাবস্যা নয়, হয়ে থাকে চতুর্দশীতে। বর্তমানে এই পুজোর দায়িত্বে রয়েছে ইংরেজবাজার ব্যায়াম সমিতি ক্লাব কর্তৃপক্ষ। তবে এই কালী মূর্তি (Kali Idol) আর পাঁচটা দেবী মূর্তির থেকে অনেকটাই আলাদা। মালদা শহরের গঙ্গাবাগ এলাকার দশমাথা মহাকালীর থাকে ১০ মাথা, ১০ হাত ও ১০ পা।

মালদার এক বিশেষ কালী (Kali Idol)

এই কালী মূর্তির (Kali Idol) সাথে থাকেন না মহাদেব শিব। কালী মূর্তির পায়ের নিচে থাকে অসুরের কাটা মুন্ডু। বিভিন্ন অস্ত্রে সজ্জিত থাকে মায়ের প্রতিটি হাত। স্থানীয় মানুষরা জানান, ১৯৩০ সালে তখন ব্রিটিশ আমল। ইংরেজদের অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল সাধারণ মানুষের। তখন তারা নিজেদের শারীরিক ভাবে বলিষ্ঠ করে তুলতে নির্মাণ করেন ব্যায়ামাগার।

আরোও পড়ুন : আরেব্বাস! এত্ত গিফট্! ২৮টি গাড়ি, ২৯টা বাইক! দীপাবলিতে কর্মীদেরকে বোনাসের বন্যা এই সংস্থার

তারসাথে মনকে শক্ত করে গড়ে তুলতে শুরু হয় কালী সাধনা। সেই থেকে দশ মাথা মহাকালীর আরাধনা হয়ে আসছে এখানে। তবে আগে এই পুজো হত পুড়াটুলিতে। পরে মালদার (Malda) ইংরেজবাজার শহরের গঙ্গাবাগে স্থানান্তরিত করা হয় এই পুজোর স্থান। চতুর্দশীর দিন মহা ধুমধামের সাথে পূজিত হন দশ মাথা মহাকালী। ৫ দিন ধরে আয়োজিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

Kali Idol

ইংরেজবাজার ব্যায়াম সমিতির সদস্য পাপান চৌধুরীর কথায়, অমাবস্যার পরিবর্তে চতুর্দশী তিথিতে প্রথম থেকেই এই পুজো হয়ে আসছে। পাঠা বলি দিয়ে রক্ত উৎসর্গ করা হয় পুজোর প্রারম্ভে। তারপর শোল মাছের টক নিবেদন করা হয় মাকে। তারপর পুজো শেষে মহা ধুমধামের সাথে শোভাযাত্রার মাধ্যমে বিসর্জন হয় মায়ের। ইচ্ছা থাকলে এবার আপনারাও ঘুরে আসতে পারেন ইংরেজবাজারের এই প্রাচীন কালী পুজোয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর