বাংলা হান্ট ডেস্কঃ শাসক দল তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল মালদহের কালিয়াচক এলাকা। মিছিলে তৃণমূলের কর্মী-সমর্থক দ্বারা করা বিজয় মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বন্দুক উঁচিয়ে শাসক দলের কর্মীদের তাড়া করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। কয়েক রাউন্ড গুলিও চলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মালদহের কালিয়াচকের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত প্রধান আমিরুল শেখের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলেরই সদস্যরা। ভোটাভুটি ছাড়াই অনাস্থা প্রস্তাব পাশও হয়ে যায়। এরপর নতুন প্রধান কাকে করা হবে, সেটা নিয়ে শুক্রবার ছিল বৈঠক। অশান্তি এড়াতে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
বৈঠকে ১৫ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে ৯ জনের সমর্থন পেয়ে নতুন প্রধান নির্বাচিত হন তৃণমূল নেতা আলিউল শেখ। তারপরই তৃণমূলের নেতা-কর্মীরা ব্যান্ড-পার্টি নিয়ে রাস্তায় আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন। হয় বিজয় মিছিলও। ১৪৪ ধারা জারি থাকার কারণে তৃণমূলের বিজয় মিছিলকে বাধা দেয় পুলিশ। আর এরপরই তেঁতে ওঠেন শাসক দলের কর্মীরা।
পুলিশকে লক্ষ্য করে ছড়া হয় বাজি বোমা। তৃণমূল কর্মীদের এই হামলায় আহত হন এসআই নিত্যানন্দ সাহা। এরপর ঘটনার নিয়ন্ত্রণে কালিয়াচক থানা থেকে আরও বাহিনী ঘটনাস্থলে আসে। বন্দুক উঁচিয়ে পুলিশের কর্মীরা তৃণমূল কর্মীদের তাড়া করেন। তৃণমূল কর্মীদের উপর গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
তবে গুলি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ। এই বিষয়ে মালদহ জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, পরিস্থিতি কিছুটা উত্তেজক হয়ে উঠেছিল তবে এখন তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে। তিনি জানান গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।