ভারতের রাতে ২৮টি দ্বীপ তুলে দিয়েছে মুইজ্জুর দেশ! সত্যিই কী তাই? শেষমেশ হল আসল তথ্য ফাঁস

বাংলাহান্ট ডেস্ক : মলদ্বীপ (Maldives) তাদের ২৮ টি দ্বীপ তুলে দিয়েছে ভারতের হাতে। সম্প্রতি এমন দাবি করা বিভিন্ন পোস্ট ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এটিকে ভারতের বড় কূটনৈতিক জয় বলে হইচইও শুরু করে দিয়েছেন। তবে এবার প্রশ্ন হল সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা এই পোস্টের দাবি আদৌ কি সত্য?

মলদ্বীপ (Maldives) ভারতের বর্তমান অবস্থা

সোজা কথায় এর উত্তর না। সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা এই দাবি সম্পূর্ণ নাকোচ করে দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। তবে ভারত (India) ও মলদ্বীপের (Maldives) মধ্যে একটি চুক্তি হয়েছে ২৮ টি দ্বীপ নিয়ে। কী সেই চুক্তি? কবে স্বাক্ষরিত হয়েছে এটি? গত বছর নভেম্বর মাসে মলদ্বীপের প্রেসিডেন্টের চেয়ারে বসেন চীনপন্থী হিসাবে পরিচিত মুইজ্জু।

   

আরোও পড়ুন : এবার ‘রাতের শহর মেয়েদের দখলে’! RG Kar ইস্যুতে তোলপাড় রাজ্য! দেশ-বিদেশে কোথায় সামিল হবেন?

তারপর থেকেই ভারত ও মলদ্বীপের (Maldives) মধ্যে শুরু হয় কূটনৈতিক টানাপড়েন। সাম্প্রতিক অতীতে একাধিকবার চীনের সাথে ‘মধুর’ সম্পর্কে জড়িয়েছেন মুইজ্জু। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথা ভেঙে ভারত না এসে মুইজ্জু গিয়েছিলেন চীন ও তুরস্ক সফরে। এমনকি সেখানে তিনি মলদ্বীপের (Maldives) কয়েকটি দ্বীপের সংস্কারের দায়িত্ব দিয়ে আসেন চীনকে।

আরোও পড়ুন : ৪৫ টাকা বিনিয়োগেই মিলবে ২৫ লাখ! এও কী সম্ভব? চমকে দেওয়া প্ল্যান নিয়ে আসল LIC

অপরদিকে, ভারতীয় সেনা দীর্ঘদিন ধরে মলদ্বীপে ছিল দু’টি হেলিকপ্টার এবং ডর্নিয়ার বিমান পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য। ভারতের তরফ থেকে মলদ্বীপকে (Maldives) উপহার হিসেবে দেওয়া হয়েছিল এই বিমান এবং কপ্টারগুলি। তবে সেদেশে নির্বাচনের আগে মুইজ্জু বলেন এই বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে তাদের দেশের উপর নজরদারি চালাচ্ছে ভারত।

তিনি ক্ষমতায় আসলে হটিয়ে দেওয়া হবে ভারতীয় সেনাকে (Indian Army)। যদিও তিনি সেই প্রতিশ্রুতি পালনও করেছেন। এই আবহে গত শুক্রবার মলদ্বীপ সফরে যান ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরে ভারত ও মলদ্বীপের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। সেই চুক্তি অনুযায়ী, ভারত মলদ্বীপের ২৮টি দ্বীপের জল পরিশোধন ও সাফাইয়ের দায়িত্ব গ্রহণ করেছে।

India-Maldives

এই প্রকল্পের জন্য খরচ হওয়া ৯২৩ কোটি টাকা দেবে ভারতই। এই ২৮টি দ্বীপে বসবাস করেন মলদ্বীপের মোট জনসংখ্যার প্রায় ৭ শতাংশ মানুষ। এই চুক্তির পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভুয়ো খবর। অনেকেই সমাজ মাধ্যমে দাবি করেন, মুইজ্জুর (Mohamed Muizzu) দেশের ২৮ টি দ্বীপ হস্তান্তর করা হয়েছে ভারতের কাছে। যদিও ভারতের বিদেশ মন্ত্রক পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এই খবর সম্পূর্ণ ভুয়ো ও মিথ্যা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর