মালদ্বীপের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদী

 

বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হল মালদ্বীপের সর্বোচ্চ সম্মান। শনিবার মালদ্বীপে পৌঁছন মোদী। সেখানে আসার সঙ্গে সঙ্গেই তাঁকে দেওয়া হল ‘Rule of Nishan Izzuddeen’ সম্মান। মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলি এই সম্মানে সম্মানিত করেন তাঁকে।

 

এই সম্মান পাওয়ার পর মোদী জানিয়েছেন, এটা তার কাছে কোনো সাধারণ সম্মান নয়, এই সম্মান আসলে ভারত ও মালদ্বীপ, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন। ভারত সবচেয়ে বেশি প্রাধান্য দেয় মালদ্বীপের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি ঘটাতে। ভারত সবরকম সাহায্যের হাত বাড়িয়েছে মালদ্বীপের জন্য। প্রধানমন্ত্রী জানিয়েছেন চিরস্থায়ী হোক এই সম্পর্ক।

e6472 img 20190608 wa0037

 

দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর, প্রথম বিদেশ ভ্রমণে মালদ্বীপে গিয়ে, এই দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ককেই আরও মজবুত করতে চান মোদী। তাই ভারত প্রস্তুত ক্রিকেট-সহ সবরকম সহযোগিতায়। ভারত সরকার তাই প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়ার শর্তেই পাশে দাঁড়িয়েছে মালদ্বীপের।


সম্পর্কিত খবর