চিনের সাথে বাড়ছে দূরত্ব? মুইজ্জুর বক্তব্য শুনে খুশিতে মাতল ভারত, রেগে লাল ড্রাগন

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক মাস ধরে ভারত-মলদ্বীপ সম্পর্ক বারংবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। শুধু তাই নয়, মলদ্বীপের (Maldives) “চিনপন্থী” রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর একের পর এক পদক্ষেপ তুলেছে সমালোচনার ঝড়ও। তবে, এবার মুইজ্জু বিরাট প্রতিক্রিয়া দিলেন। শুধু তাই নয়, তিনি ভারতকে মলদ্বীপের “সবথেকে কাছের বন্ধু হিসেবে”-ও বিবেচিত করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত শনিবার মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সাথে দেখা করেন।

কি জানালেন মলদ্বীপের (Maldives) প্রেসিডেন্ট:

সেই সময়ে, মলদ্বীপের (Maldives) ২৮ টি দ্বীপ জুড়ে ছড়িয়ে থাকা জল এবং স্যানিটেশন প্রকল্পগুলির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করার সময়ে মুইজ্জু ভারতকে মলদ্বীপের “সবচেয়ে কাছের বন্ধু এবং অমূল্য অংশীদার” হিসেবে বর্ণনা করেন। পাশাপাশি, জয়শঙ্কর জানান যে, “ভারত-মলদ্বীপ আমাদের অংশীদারিত্বের মূলমন্ত্র ‘মলদ্বীপ দ্বারা কল্পনা করা, ভারত দ্বারা বাস্তবায়িত’-কেই প্রাধান্য দেয়।”

Maldives Mohamed Muizzu gave a great response regarding India.

জয়শঙ্কর জানান, “আমাদের সম্পর্কের এই সংজ্ঞায়িত বৈশিষ্ট্যের সুবিধা নেওয়া এবং নতুন উচ্চতায় পৌঁছনোর জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। আমি আশাবাদী যে মলদ্বীপের (Maldives) রাষ্ট্রপতির দিকনির্দেশ ও উৎসাহে আমাদের যৌথ প্রচেষ্টা ও যৌথ কার্যক্রম এবং আমাদের ভাগ করা দৃষ্টিভঙ্গি দুই দেশের সফরে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রমাণিত হবে।”

আরও পড়ুন: বাইক ও স্কুটার চালকেরা হয়ে যান সাবধান! লাগু হচ্ছে নতুন নিয়ম, অমান্য করলেই হবে মোটা অঙ্কের জরিমানা

প্রসঙ্গত উল্লেখ্য যে, মলদ্বীপের (Maldives) রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু গত শনিবার ভারতের সাথে ঘনিষ্ঠ এবং ঐতিহাসিক সম্পর্ক জোরদার করার জন্য তাঁর সরকারের পূর্ণ অঙ্গীকারের বিষয়টি উপস্থাপিত করেছেন। তিনি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও করেছেন। তাঁরা ছয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র- অর্থনৈতিক সম্পর্ক জোরদার, আবাসন, প্রতিরক্ষা, পর্যটন, ক্ষমতা উন্নয়ন এবং পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন: অনবরত হামলায় অতিষ্ঠ! বাংলাদেশে ধৈর্যের বাঁধ ভাঙল হিন্দুদের, ঢাকার রাজপথে শুরু প্রতিবাদ

রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রপতি মুইজ্জু ভারতের বিদেশমন্ত্রীকে মলদ্বীপে (Maldives) স্বাগত জানান। এদিকে, মলদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য জুন মাসে ভারত সফরের সময় উষ্ণ আতিথেয়তার জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। তিনি বলেন, ওই সফরকালে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিস্তৃত আলোচনা হয়েছে। পাশাপাশি, বিদেশমন্ত্রী জয়শঙ্কর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতির প্রশংসা করেছেন এবং প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও, তিনি সমস্ত ক্ষেত্রে মলদ্বীপকে সাহায্য করার জন্য ভারতের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর