বাংলাহান্ট ডেস্ক : মাঘী বিয়ের মরশুমে দ্বিতীয় বার গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় (Mallika Banerjee)। পেশায় চিকিৎসক রুদ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। পেশায় চিকিৎসক রুদ্রজিতের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। আর তাঁদের এই বিয়েতে কার্যত ঘটক হয়েছিলেন মল্লিকার (Mallika Banerjee) একমাত্র মেয়ে গরিমা। নিজে হাতে মায়ের দ্বিতীয় সংসার সাজিয়ে গুছিয়ে দিয়েছেন তিনি।
মা মল্লিকার (Mallika Banerjee) দ্বিতীয় বিয়ে দিয়েছেন গরিমা
ইতিমধ্যেই সৎ বাবা রুদ্রজিতের বেশ ন্যাওটা হয়ে উঠেছেন গরিমা। মল্লিকা (Mallika Banerjee) কপট রাগে বলেন, রুদ্রজিতের দিকেই এখন মেয়ের পাল্লা ভারী। তবে তিনি এটাই চান। গরিমাও জানান, তাঁর সব আবদার পূরণ করছেন ‘পপসি’ রুদ্রজিৎ। হ্যাঁ, সৎ বাবাকে এই নামই দিয়েছেন গরিমা। অন্যদিকে রুদ্রজিৎ মেয়েকে ডাকেন ‘পেঙ্গুইন বাচ্চা’, ‘পচা বাচ্চা’ বলে।
কোথায় যাবেন ঘুরতে: বিয়ের পর ২৬ শে জানুয়ারি ধুমধাম করে রিসেপশন হয়েছে মল্লিকা (Mallika Banerjee) রুদ্রজিতের। এবার মধুচন্দ্রিমা কোথায়? তা অবশ্য আপাতত বাতিল। বরং গরিমার পরীক্ষা শেষ হলে তাঁকে সঙ্গে নিয়েই ঘুরতে যাবেন তিনজন। গন্তব্য বেনারস। মল্লিকা (Mallika Banerjee) কন্যা জানান, তিনি ঈশ্বর ভক্ত। তাই পরীক্ষার পর সবাই মিলে বেনারস ঘুরতে যাবেন।
আরো পড়ুন : কাশ্মীরে ‘নতুন শুরু’, পাশে রহস্যময়ী, সিরিয়ালে কামব্যাকের আগেই প্রেমে ফিরলেন জিতু!
প্রথম বিয়ে ভাঙে অভিনেত্রীর: মল্লিকার (Mallika Banerjee) প্রথম বিয়ে সুখের হয়নি। স্বামী জড়িয়ে পড়েছিলেন পরকীয়া সম্পর্কে। তার জেরে হয় বিচ্ছেদ। বেশি বয়সে বিয়ে করা নিয়ে দোটানায় ভুগছিলেন মল্লিকা। তবে মেয়ে গরিমা বরাবর থেকেছেন মায়ের পাশে। রুদ্রজিতের সঙ্গেও তাঁর দারুণ ভাব হয়ে গিয়েছে।
আরো পড়ুন : পরপর শুনানি খারিজ, দু’মাস ধরে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ, বাংলাদেশ নিয়ে এবার বোমা ফাটালেন সন্ন্যাসীর মা
করোনার সময়ে মল্লিকা (Mallika Banerjee) এবং তাঁর মেয়ের চিকিৎসক ছিলেন রুদ্রজিৎ। সেই সূত্রেই আলাপ এবং তারপর ঘনিষ্ঠতা। বর্তমানে ক্লাস টুয়েলভের ছাত্রী গরিমা। তবে মাত্র ১১ বছর বয়স থেকেই নাকি মাকে দ্বিতীয় বিয়ের কথা বলতেন তিনি। মায়ের দ্বিতীয় বিয়ে আর রিসেপশনে বিশেষ ভাবে নজর কেড়েছেন মেয়ে গরিমা।