লেডিস কামরায় উঠতে বাধা। যুবকের ছুড়ির আঘাতে রক্তাক্ত কল্যাণী লোকাল।

 

বাংলা হান্ট ডেস্ক: ডাউন কল্যাণী লোকাল।লেডিস কামরা। হঠাৎ রক্তাক্ত। লুটিয়ে পরলেন এক মহিলা। কল্যাণী স্টেশনে ট্রেন ছাড়ার মুহূর্তে একজন পুরুষ যাত্রী সেই কামরায় উঠতে যান। এবং তাকে বাধা দেওয়ায় যুবক পরপর ছুড়ির আঘাত করে মহিলাকে। রক্তাক্ত অবস্থায় ট্রেনেই লুটিয়ে পড়েন মহিলা।জখম অবস্থায় ওই মহিলাকে ভর্তি করা হয় কল্যাণী জে এন এম হাসপাতালে।

 

ভদ্রমহিলার  কাঁচরাপাড়ার ভূত বাগানে র বাসিন্দা। নাম  অনিমা সাউ, পেশায় আয়া। কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি । ফেরার পথেই ট্রেনে ঘটে দুর্ঘটনা।

সম্পর্কিত খবর