ইউক্রেন ফেরত বাঙালি পড়ুয়াদের সঙ্গে দেখা করবেন মমতা, শুনবেন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা

বাংলাহান্ট ডেস্ক : ইউক্রেন যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যেই একাধিক দিন কাটিয়েছেন তাঁরা। কখনও প্রাণ ভয়ে বাঙ্কারে লুকিয়ে, কখনও আধপেটা খেয়ে, কখনও আবার বন্ধুর মৃত্যু সংবাদ মুখ বুজে হজম করে প্রাণটুকু নিয়ে দেশে ফিরেছেন ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা। সেই সব ছাত্রছাত্রীদের মধ্যে বাংলার পড়ুয়াদের সংখ্যাও নেহাত কম ছিল না। এবার ইউক্রেন থেকে কার্যতই নতুন জীবন পেয়ে ঘরে ফেরা বাংলার পড়ুয়াদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম লাগোয়া ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। শুনবেন তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার সমস্ত কথাই। এমনকি তাঁদের পাশে থাকার আশ্বাসও দেবেন বলেই খবর সূত্র মারফত।

   

অপারেশন গঙ্গার অধীনে দেশে ফেরানো হয়েছে প্রায় সমস্ত ভারতীয় ছাত্রছাত্রীদেরই। ২ জনের মৃত্যু ছাড়া সুস্থ রয়েছেন সকলেই৷ কিন্তু যুদ্ধ কালীন ইউক্রেনে আটকে পড়া ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা কার্যতই ভয়াবহ। লাগাতার গোলা বর্ষণ, এয়ার স্ট্রাইক, মিসাইলের শব্দের আতঙ্ক যেন এখনও কাটেনি পুরোপুরি। এরই মধ্যে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করার কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, মাঝপথে পড়াশোনা ছেড়ে দেশে ফিরতে হওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল মেডিকেল পড়ুয়াদের। ন্যাশানাল মেডিক্যাল কমিশন অবশ্য জানিয়েছে, ফরেন মেডিক্যাল গ্র‍্যাজুয়েট পরীক্ষা পাশ করলেই এদেশে ইন্টার্নশিপ শেষ করতে পারবেন তাঁরা। পাশাপাশি বেসরকারি মেডিক্যাল কলেজের ৫০% আসনের খরচও সরকারি কলেজের মতই রাখা হবে বলেও জানিয়েছিল কেন্দ্র। উল্লেখ্য, এর আগে বারাণসীতে দেশে ফিরে আসা পড়ুয়াদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেও তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পড়ুয়াদের দেশে ফেরানোর ক্ষেত্রে নরেন্দ্র মোদীকে নিঃশর্ত সমর্থন জানিয়েছিলেন মমতাও।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর