মেগা বৈঠকের আগেই কালীঘাটে মমতা-অভিষেক! কী আলোচনা হল?

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ২৬-এর নির্বাচনের আগে এখন থেকেই ঘুঁটি সাজাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। বিশেষ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে এই নির্বাচন মানে একেবারে ‘মরণ-বাঁচনের লড়াই’। দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে একক সংখ্যাগরিষ্ঠতার সাথে বাংলা জুড়ে নিজের সাম্রাজ্য বানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata-Abhishek)। তাই নির্বাচনের আগে এখন থেকে রণকৌশল তৈরিতে তুমুল ব্যস্ত ঘাসফুল শিবির।

কালীঘাটে একান্ত আলোচনায় মমতা-অভিষেক (Mamata-Abhishek)

ভোটের রণকৌশল তৈরি করতে আগামী ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে তৃণমূলের ‘মেগা’ সাংগঠনিক বৈঠক। সেখানে উপস্থিত থেকেই বক্তব্য রাখবেন খোদ তৃণমূল সুপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মেগা বৈঠকের আগেই এবার দলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Mamata-Abhishek) সাথে কালীঘাটের বাড়িতে একান্ত আলোচনায় বসলেন দলনেত্রী। সূত্রের খবর রবিবার বিকেলে অভিষেকের (Abhishek Banerjee) সঙ্গে আলোচনায় বসেছিলেন মমতা।

কী আলোচনা হল তাঁদের? 

আসন্ন নির্বাচনকে সামনে রেখেই তৃণমূলের অন্দরে এখন উত্তেজনা তুঙ্গে। বিগত দশ বছর ধরে ভোটের ময়দানে একক সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠছে তৃণমূল সরকার। তাই নিজেদের সাফল্যকে ধরে রাখতেই এখন থেকেই নির্বাচনী রোডম্যাপ তৈরিতে ব্যস্ত ঘাসফুল শিবির। মূলত সেই উদ্দেশ্যেই আগামী ২৭ তারিখ রয়েছে তৃণমূলের ‘মেগা’ সাংগঠনিক বৈঠক। তার আগে এবার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে (Mamata-Abhishek) সঙ্গে নিয়ে একান্ত বৈঠক সারলেন মমতা।

আরও পড়ুন: ‘আই-প্যাক অসৎ, টাকা নিয়ে..,’ এ বার ফুঁসে উঠলেন কল্যাণ, একি ফাঁস করলেন!

উল্লেখ্য, ভোটের আগে রদবদল নিয়ে তৃণমূলের অন্দরে তৈরী হয়েছে বিস্তর জল্পনা। ইতিমধ্যেই রদবদল হয়েছে অধ্য়াপক, শিক্ষক সংগঠনগুলিতে। গত বছর আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের পর তুমুল সমালোচনার মুখে পড়েছিল রাজ্যের শাসক দল। যথারীতি সেই সুযোগের সদ্ব্যবহার করেছিল রাজ্যের বিরোধীরা। আসন্ন নির্বাচনেও এই বিষয়টিকে তারা আবার হাতিয়ার করতে পারে। তাই আগে থেকেই সতর্ক হয়েছে তৃণমূল। সেই উদ্যেশ্যেই এবার মজবুত করে তোলা হচ্ছে রাজ্যের চিকিৎসক সংগঠনগুলিকে।

Mamata Banerjee

জানা যাচ্ছে, আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে ২৯৪টি আসনের মধ্যে মোট ২৫০টি আসনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে তৃণমূল শিবির। অন্যদিকে  একাধিক রাজ্য়ে পদ্ম ফোটাতে মরিয়া সংঘ। সেই বিষয়টিকে সামনে রেখে সংগঠন মজবুত করার ওপরেও জোর দিচ্ছে শাসক শিবির। তাই ভোটের রণকৌশল তৈরি করতে ইদানিং মাঝেমধ্যেই বৈঠক ডাকছেন খোদ দলের সুপ্রিমো। সম্প্রতি দলের মধ্যে তৈরি হওয়া নবীন-প্রবীণ দ্বন্দ্ব থেকে শুরু করে   গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গেও স্পষ্ট বার্তা দিয়েছেন নেত্রী।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর