‘কেন্দ্র করোনা কিট-গাইডলাইন পাঠাচ্ছে না! সবকিছু খোলা থাকবে” করোনা নিয়ে মমতার তোপের মুখে কেন্দ্র

বাংলা হান্ট ডেস্কঃ ভারতে (India) করোনা (Corona) আক্রান্তদের সংখ্যা ১৭০ পার। আরেকদিকে আজ করোনায় আক্রান্ত হয়ে পাঞ্জাবে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। পাঞ্জাবে করোনায় আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যু। এই মৃত্যুর পর গোটা ভারতে এখনো পর্যন্ত তিনজনের মৃত্যু হল এই মারক ভাইরাসে। আরেকদিকে করোনা নিয়ে আজ রাত আটটায় বড়সড় ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ঘোষণার দিকেই তাকিয়ে আছে আপামর ভারতবাসী।

আজ করোনা মোকাবিলার জন্য নবান্নে সভাঘরে সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষগুলির সঙ্গে জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করোনার সাথে মোকাবিলা করার জন্য কেন্দ্র থেকে ঠিকমত সাহায্য মিলছে না বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি উনি বলেন, ব্যবসায় লাভ না খুঁজে সবাইকে এই মারক ভাইরাসের মোকাবিলায় ঝাঁপিয়ে পড়তে বলেন তিনি।

উনি আজকের মিটিংয়ে বলেন, আরজি কর হাসপাতালে করোনার সাথে মোকাবিলা করার জন্য ৫০ ৫০ বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হবে। বাঙ্গুর হাসপাতালে ১৫০ বেডের আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

উনি বলেন, বেলেঘাটা আইডি-তে ১০টি ও অন্যান্য হাসপাতালে ৫টি করে অ্যাম্বুল্যান্স রাখুন। মমতা ব্যানার্জী কড়া ভাষায় বলেন, কালোবাজারি বরদাস্ত করা হবে না। অনেকে গুজব রটিয়ে দিচ্ছেন, বাজারে জিনিস পাওয়া যাবে না। দাম বাড়িয়ে দিচ্ছে অসাধু কিছু ব্যবসায়ী। দাম যাতে না বাড়ে সেদিকে নজর দিতে বলেন তিনি।

মমতা ব্যানার্জী কেন্দ্র সরকারকে আক্রমণ করে বলেন, কেন্দ্রের থেকে প্রয়োজনীয় করোনা কিট এখনও রাজ্যে আসেনি। কেন্দ্র গাইডলাইন পাঠাচ্ছে না। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আইসিডিএস কর্মীদের উদ্যোগী হতে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। উনি বলেন, বাজার, দোকান খোলা থাকবে। জিনিসপত্রে টান পড়বে না।  সীমান্ত সিল হলেও যথেষ্ট পণ্য মজুত আছে। জিনিসের কোনও অভাব নেই।


Koushik Dutta

সম্পর্কিত খবর