বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। গতকাল মোদী বিরোধী জোট শক্তিশালী করতে তৃতীয় মেগা বৈঠক সেরে ফেলেছে ‘INDIA’। বৃহস্পতিবার ঘরোয়া বৈঠকের পর কাল শুক্রবার ছিল মূল বৈঠক। আর সেই পর্বের শেষে চলছিল সাংবাদিক সম্মেলন। তবে সেখানেই দেখা গেল মঞ্চে সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকলেও হাওয়া তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সমস্ত বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব একে একে বক্তব্য রাখছেন। পোডিয়ামে উঠলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব। বিজেপির বিরুদ্ধে বক্তব্য রাখার সময় তার মুখে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। হঠাৎ তিনি বলে ওঠেন, ‘আমাদের মাঝেই মমতা দিদি রয়েছেন। তার কথাও অবশ্যই উল্লেখ করব।’ অর্থাৎ মমতা যে ততক্ষনে বেরিয়েও গেছেন সেকথা তিনি জানেনও না।
ওদিকে লালুর মুখে মমতার নাম শুনে সঞ্জয় রাউত সহ কয়েকজন বলেন, ‘মমতাজি বেরিয়ে গিয়েছেন।’ সেকথা শুনে পরিস্থিতি হালকা করতে মজা করে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘উনি যখন নেই তাহলে আমিও বা কেন রয়েছি এখানে।’ সেই সময় এই বলে কাটিয়ে গেলেও সকলেরই নজরে এসেছে বিষয়টি।
আরও পড়ুন: ঘনাচ্ছে কালো মেঘ! একটু পরেই তুলকালাম ঝড়-বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই ৯ জেলায়
কেন বক্তা তালিকায় নাম থাকলেও নিজের বক্তব্য না রেখেই চলে এলেন মমতা সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। শুধু মমতাই নয়, তার সঙ্গে বৈঠক ছাড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সোজা অভিষেককে নিয়ে সন্ধ্যায় কলকাতা ফেরেন তিনি। তবে কলকাতায় ফিরেও এবিষয়ে কোনও মন্তব্য করেনি দুজনার কেউই।
আরও পড়ুন: Exclusive: MLA হয়েও কেন বাসে যাতায়াত করছেন বিজেপির চন্দনা বাউড়ি? উত্তরে যা বললেন শুনলে শ্রদ্ধা করবেন
ওদিকে জানা গিয়ে গতকাল নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি জাতিভিত্তিক জনগণনা নিয়েও আলোচনা হয়। NDTV-র একটি প্রতিবেদন অনুযায়ী এই জাতিভিত্তিক জনগণনা নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা ভিন্নমত পোষণ করেন। মতপার্থক্যের জন্য এই নিয়ে আলোচনাও স্থগিত রাখা হয়। তবে এই কারণেই মমতা বেরিয়ে যান কী না সেই বিষয় স্পষ্ট নয়।