“নিজের বউয়ের খবর রাখো?” মোদীকে প্রশ্ন মমতার!

Published On:

বাংলা হান্ট ডেস্ক : দেশে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব অর্থাৎ লোকসভা নির্বাচন ইতিমধ্যেই পঞ্চম দফা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে এই অবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা কতটা চাপে রয়েছে তা আর বলতে বাকি রাখে না। অন্যদিকে একই সাথে বেড়ে চলেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুঁড়ির পরিমাণ।

এবার এর প্রমাণ দেওয়ার কথা বলে গেরুয়া শিবির কে অস্বস্তিতে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া থেকে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী কে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমার কাছে এমন একটা পেনড্রাইভ রয়েছে যা বাজারে ছাড়লে কয়লা মাফিয়া, গরু মাফিয়াদের আসল রুপ বেরোবে।

গরু পাচারকান্ডে বিজেপির মন্ত্রীর যোগাযোগ রয়েছে। আপনার ৫ জন মন্ত্রীর কেস আমার ফাইলে আছে।”শুধু তাই নয় তিনি মোদিকে চরম কটাক্ষ করে বলেন, ” আমার পরিবারকে বেশি টোনো না।4 নিজের বউয়ের খবর রাখো? দেখতে তো পুরো রাবনের মত।”

X