BIG NEWS মমতা বিজেপির কাছে ভোট চেয়েছিল ঃ মুকুল রায়

বাংলাHunt : গতকাল লোকসভায় ভোটাভুটিতে তৃণমূল এর পক্ষ থেকে দাঁড়ান দোলা সেন, কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ ভট্টাচার্য এবং সিপিএম এর পক্ষ থেকে দাঁড় করানো হয় কিন্তু তৃণমূলের সমর্থন না পাওয়ায় সেখানে সমর্থন দেয় বিজেপি। এই নিয়ে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপি এবং তৃণমূল একসাথে লড়াই করছে কিন্তু বিজেপি নেতৃত্ব তা মানতে নারাজ।

এদিকে আজ মুকুল রায় বলেন মমতা ব্যানার্জি বিজেপির কাছে ভোট চেয়েছে নাহলে গতকাল দিতে পারতেন না দোলা সেন, দোলা সেন ৯০টা ভোট পায়। মুকুল রায় মন্তব্য এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূলের পক্ষ থেকে কিন্তু তৃণমূল কে জেতার ব্যাপারে যে বিজেপি সাংসদরা ভোট দিয়েছে তা এক প্রকার নিশ্চিত।

mamata mukulসত্যিই কি মমতা ব্যানার্জি বিজেপির কাছে ভোট চেয়েছিল তা এখনো সঠিকভাবে জানা যায়নি কিন্তু মুকুল রায় মন্তব্য জল্পনা উসকে দিয়েছে।

সম্পর্কিত খবর