একই দিনে একই স্থানে সভা মমতা ও শুভেন্দুর, পারদ চড়ছে বঙ্গ রাজনীতির

বাংলাহান্ট ডেস্কঃ রাজনীতির ইতিসাহে আরও একটি বড় দিন হতে চলেছে  ২০২১ সালের ৭ ই জানুয়ারি। মমতা ব্যানার্জী (Mamata Banerjee) এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)- একই দিনে নন্দীগ্রামে কর্মসূচী করতে চলেছেন বর্তমান সময়ের রাজনীতির এই দুই মহান বিরোধী ব্যক্তিত্ব। নন্দীগ্রাম আন্দোলনের ইতিহাসে ১৪ ই মার্চ, ১০ ই নভেম্বর এবং ৭ ই জানুয়ারি- এই দিনগুলো খুবই উল্লেখযোগ্য। এবার ৭ ই জানুয়ারি একই দিনে সভা করতে চলছেন মমতা- শুভেন্দু।

গত ১০ ই নভেম্বরই নন্দীগ্রামের জনসভা থেকে ৭ ই জানুয়ারি সভা করার কথা ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী। প্রথম থেকেই তিনি নন্দীগ্রামের এই বিশেষ দিনগুলোতে সেখানে গিয়ে সভা করেন। এবার নন্দীগ্রামের সেই গুরুত্বপূর্ণ দিনে সভা করবেন মমতা ব্যানার্জী। শুভেন্দু অধিকারী অনেক দিন আগেই সভা করার ঘোষণা করলেও, বুধবার রাতে তৃণমূল শিবির থেকে ওই একই দিনে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর সভা করার কথা ঘোষণা করা হয়।

Mamata Banerjee 1200 1

সূত্রের খবর, ওইদিন হেলিকপ্টারে করে নন্দীগ্রামের সভায় উড়ে যাবেন দলনেত্রী মমতা ব্যানার্জী। সভা করবেন তেখালির ব্রিজ সংলগ্ন মাঠে। এলাকায় তৃণমূল নেতা জানিয়েছেন, ‘৭ ই জানুয়ারি নন্দীগ্রাম আসার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হয়েছিল। আশা করছি তাঁর আগমনে ওই দিন এখানে জনপ্লাবন দেখা দেব’।

8cdd4b99 1a45 48c7 adec 5458325e7290

একই দিনে মমতা এবং শুভেন্দুর একই জায়গায় সভা হওয়ার বিষয়টায় বেশ উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামে। এতদিন একজন তৃণমূল নেতা হিসাবে থাকলেও, এখন শুভেন্দু একজন বিজেপি নেতা। আর একজন বিজেপি নেতা হিসাবে প্রথমবার নন্দীগ্রামে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। যদিও তিনি আগেও বহুবার বলেছেন, নন্দীগ্রামের সভাকে তিনি কোন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে দেখেন না, একজন যোদ্ধা হিসাবেই দেখেন।


Smita Hari

সম্পর্কিত খবর