তৃণমূল কর্মীদের বিরুদ্ধে বেছে বেছে অভিযোগ করার জন্য পুলিশকে তোপ মমতার

বাংলা হান্ট ডেস্ক : এতদিন অবধি পুলিশের হয়ে সাফাই গাইতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু এবার সেই পুলিশের বিরুদ্ধেই অভিযোগ তুললেন স্বয়ং মুখ্যমন্ত্রীই৷ এতদিন পুলিশের বিরুদ্ধে বিরোধিরা অভিযোগ জানালে মুখ্যমন্ত্রী সাফাই গাইতেন ততবে এবার তৃণমূল কর্মীদের বেছে বেছে অভিযুক্ত করার জন্য পুলিশকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও ঝাড়গ্রামের জেলা প্রশাসনিক বৈঠক থেকে বুধবার সরাসরি পুলিশকে তোপ দাগলেন মমতা৷ তাঁর দাবি তৃণমূল সমর্থকদের বেছে বেছে তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে৷ এমনকি শাসকদলের কর্মীদের হেনস্থা করছে পুলিশ অথচ বিরোধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷

বুধবার দুই জেলার প্রশাসনিক বৈঠকের শুরুতেই জেলার আইনশৃঙ্খলার প্রশ্ন তুলে বিডিওর বিরুদ্ধে আঙুল তোলেন৷ একইসঙ্গে, তিনি বলেন,  ‘‘পূর্ত দপ্তরের কাজ নিয়ে ৭০৬টি অভিযোগ দায়ের হয়েছে৷ পিডব্লুডি’র কাজে গাফিলতি হচ্ছে৷ সাধারণ মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ রাস্তাঘাট নিয়ে৷ ৩০৬টি অভিযোগ এসেছে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে৷ পুলিশের কাজে গাফিলতি রয়েছে৷ অভিযোগ জানাতে এলে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে৷ ছ’মাসের তথ্য আমার কাছে রয়েছে৷’’ এখানেই থেমে থাকেননি৷

পুলিশ প্রশাসনের গাফিলতির বিরুদ্ধেও একহাত নেন তিনি৷ এবং কার্যত পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গাফিলতিরও অভিযোগ তোলেন তিনি৷ পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি থানার পুলিশদের বিরুদ্ধে তোপ দেগে মেদিনীপুরের আইসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷অন্যদিকে ঝাড়গ্রামের বিডিওর বিরুদ্ধে অভিযোগ তোলেন মমতা৷ বিডিওর কাজের হিসেব নিয়ে প্রশ্ন তুলে সড়কের নাম লেখা ও বিলা খাদান নিয়ে দুর্নীতির বিরুদ্ধেও তোপ দাগেন তিনি৷ এমনকি বিডিওর নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা৷

অন্যদিকে এদিনের প্রশাসনিক বৈঠকে ডিজিটাল রেশন কার্ডের ভুল সংশোধন প্রসঙ্গ তুলে তা সমাধান চলছে বলে জানান৷ প্রথম ধাপে 9-27 সেপ্টেম্বর অবধি কাজ চলবে৷ দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে পুজোর পর এমনটাই জানান তিনি৷ রেশন কার্ডের পাশাপাশি এনআরসি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন মমতা৷ এবং এনআরসি নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন তিনি৷ পাশাপাশি, ভোটার কার্ডের সংশোধনের জন্য আধিকারিকদের পাঁচদিন করে পঞ্চায়েতে বসে সকলকে সাহায্য করার বার্তাও দেন তিনি৷ তবে সংশোধনে নাম তোলার জন্য যে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধেও একহাত নেন তিনি৷

সম্পর্কিত খবর