নুসরাতের বিয়ের রিসেপশনে এলেন মমতা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন নুসরাত ও রাহুলের বিয়ের রিসেপশনে। মিমি আর নুসরতকে সঙ্গে করে বিয়ের রিসেপশনে ঢুকলেন তিনি। কল্যাণ ব্যানার্জিও ছিলেন তাঁর সঙ্গে। সাংবাদিকের অনুরোধ করতে ক্যামেরার সামনে সকলের সাথে হাসিমুখে ছবি তুললেন মমতা।

বেশ খোশমেজাজেই ছিলেন মুখ্যমন্ত্রী, ছবি তুলতে তুলতে তিনি বলেন “কল্যাণকে তোমরা বাদ দিও না। গ্ল্যামারের মধ্যে কিছু কিছু কমনারকেও রাখ।” মুখ্যমন্ত্রী মুখে মত কথা শুনে হাসিতে ফেটে পড়ার পরে সবাই।

X