‘গব্বর এসেছে দেশে” তদন্তকারীদের তুলোধোনা মমতার, ছাড়লেন না কেন্দ্রকেও

বাংলাহান্ট ডেস্ক : প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি নিয়ে চলছে বাংলা জুড়ে একাধিক নাটক। একদিকে তাঁর শাস্তির দাবিতে সরব যুব সম্প্রদায়। অন্যদিকে জেলা থেকে উঠে আসা এক শিশু প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে পড়ছে পার্থর মুক্তির জন্য আবেদন করে। অপরদিকে আজ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আবারও জানিয়ে দেন, অভিযোগ প্রমাণিত হলে দোষীকে শাস্তি পেতেই হবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী নজিরবিহীনভাবে আক্রমণ করলেন সংবাদমাধ্যমকে। অভিযোগ জানালেন বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেও।

সংবাদমাধ্যমে ফলাও করে সম্প্রচারিত হচ্ছে এসএসসি দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারের মতো ঘটনা। তা নিয়ে বুধবার ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কাজ করলে ভুল হতেই পারে। কেউ যদি ভুল করে থাকে, তা যদি প্রমাণিত হয়, তাহলে তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন। কিন্তু বাংলায় মিডিয়া ট্রায়াল চলছে। কোনও কিছু হওয়ার আগেই সংবাদমাধ্যম বহু কিছু দেখিয়ে দিচ্ছে। বিচারক কিছু বলার আগেই মিডিয়া সবাইকে চোর বানিয়ে দিচ্ছে। তারা ভুলে যাচ্ছে তাদের মধ্যেও কিন্তু চোর আছে। ওরাও এখন অনেক কিছু করছে। অনেকেই দালালি করে খায়। তবে কেউ অন্যায় করলে শাস্তি সে পাবেই।’

এরই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী আবারও প্রশ্ন তোলেন, ‘২১ জুলাইয়ের অনুষ্ঠানের পরদিনই কেন এই অভিযান? মধ্যরাতই বা কেন? ভোরে কেন?’ এরপরই বিজেপি ও তদন্তকারী সংস্থাকে তোপ দেগে মমতা বলেন, ‘ গোটা দেশটাকে লুটেরায় পরিণত করেছে। কিছু হলেই কোর্টে কেস। তিনটে চারটে এজেন্সি দিয়ে বিরোধীদের জব্দ করা ছাড়া কোনও কাজ নেই। কিন্তু আমি বাংলা ভাঙতে দেব না। বাংলা ভাঙতে গেলে বাঘ-কুমিরের সঙ্গে লড়াই করতে হবে। ব্রিটিশ আমলেও এমন আতঙ্কের পরিবেশ ছিল না। এখন বাচ্চা ঘুমলেও মা ডেকে তোলেন, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো গব্বর এসেছে দেশে। এটাই এখন বাংলার পরিস্থিতি। তবে কেউ ভয় পাবেন না।’

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৭ ঘণ্টা জেরার পর শনিবারই গ্রেপ্তার হন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই সূত্রেই টালিগঞ্জের বিলাসবহুল এক আবাসনে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা। এইমুহুর্তে ইডিট হেফাজতে সিজিও কমপ্লেক্সে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়।

ad

Sudipto

সম্পর্কিত খবর