‘আগে বকেয়া ৯৭ হাজার কোটি টাকা শোধ করুন!’ মোদীর তেলের দাম কমানোর দাবির পাল্টা মমতা

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্র-রাজ্য বিরোধে যেন ঘৃতাহুতি হল বুধবার৷ সাংবাদিক সম্মেলন থেকে একের পর এক ইস্যুতে কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে ছেড়ে কথা বললেন না পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি প্রসঙ্গেও। মমতার অভিযোগ পেট্রোপণ্যে রাজ্যের থেকে ২৫ শতাংশ বেশি কর নেয় কেন্দ্র সরকার।

এদিন নবান্ন সভাঘর থেকে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘৩ বছর ধরে আমরা পেট্রল-ডিজেলে ১ টাকা করে ছাড় দিয়েছি। দেড় হাজার কোটি টাকা চলে গিয়েছে। আমাদের ৯৭ হাজার কোটি টাকা বকেয়া। সেটা আমাদের দিয়ে দিন, আমরা দেখুন পরের দিন ৩ হাজার কোটি টাকা ছাড় দিয়ে দেব। ২০১৪ সালে কেন্দ্র সরকার ক্ষমতায় আসার পর পেট্রল-ডিজেলে ১৭ লক্ষ ৩১ হাজার ২৪২ কোটি টাকা কর নিয়েছে মোদী সরকার। আজ আপনি রাজ্যের উপর দায় চাপাচ্ছেন? আপনি নিজে সাধারণ মানুষের পকেট কেটেছেন। এটা গণতন্ত্রে এক ধরনের তোলাবাজি। গণতন্ত্রকে বুলডোজ করবেন না।’

নরেন্দ্র মোদীকে উদ্দ্যেশ্য করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনি কখনও কখনও বলেন রাজ্যের এত ঋণ। কত ঋণ আছে? আমরা বহু ঋণ শোধ করে দিয়েছি। কিন্তু কেন্দ্র সরকার কত ঋণ নিয়েছে? রাজ্য সরকারের যদি ৩-৪ লক্ষ কোটি টাকা থেকে থাকে, তাহলে কেন্দ্র সরকারের ১৫০ লক্ষ কোটি টাকা ঋণ আছে। সেই ঋণ কী করে শোধ করবেন?’

আবারও রাজ্যের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনেছেন তিনি কেন্দ্রের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘নিজেরা এত টাকা রোজগার করবেন পেট্রল-ডিজেলের দাম বাড়িয়ে, কী এমন দাম কমিয়েছেন নভেম্বরে? সবটাই তো লোক দেখানো, কত সেস বসিয়েছেন? কৃষি সেস, রোড সেস, শিল্প সেস, সাজুগুজু সেস? সেই টাকা তো রাজ্য সরকার পায় না। আপনি সব টাকা তুলে নিয়ে চলে যাবেন, আমাদের টাকাও দেবেন না, আর ভোট এলেই আমাদের নামে দোষ দেবেন। আমাদের নামে দিয়ে দোষ, সাধু-সেজেছে নন্দ ঘোষ!’

এছাড়াও এদিন রাজ্যে সম্প্রতি বেড়ে ওঠা মাওবাদী আতঙ্কের দায়ও বিজেপির ঘাড়েই চাপিয়েছেন মমতা। আতঙ্ক ছড়াতেই এইসব করছে বিজেপি এই দাবিই এদিন করতে শোনা গেছে তাঁকে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর একাধিক বিস্ফোরক মন্তব্যে যে শোরগোল রাজ্য রাজনীতিতে তা বলাই বাহুল্য।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর