নিজের স্ত্রীকেই সন্মান করেন না, অন্যদের করবেন কীভাবে! মোদীকে ব্যক্তিগত আক্রমণ মমতার

বাংলাহান্ট ডেস্কঃ একুশের হাইভোল্টেজ লড়াইয়ে শাসকদল তৃণমূল (TMC) ও প্রধান বিরোধী দল বিজেপি (BJP) একে ওপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। নির্বাচনী প্রচারে মোদী ক্যাবিনেট এখন বাংলায়! লাগাতার জনসভা করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা। থেমে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। আজ একই দিনে একাধিক জনসভা করেন মোদী-শাহ এবং মমতা। সেই সব নির্বাচনী সভা থেকে একে ওপরকে একাধিক ইস্যুতে বিঁধে চলেছেন তাঁরা।

বঙ্গে প্রচারে এসে সেই সব নির্বাচনী সভামঞ্চ থেকে মোদীর (Narendra Modi) ‘দিদি ও দিদি’ সম্বোধন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের অন্দরে ভালই জনপ্রিয়তা অর্জন করেছিল। তবে এনিয়ে অনেক আগে থেকেই  সরব হয়েছে শাসকদল তৃণমূল। এবার মোদীর সেই ‘দিদি ও দিদি’-র পাল্টা ব্যক্তিগত আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা। এদিন দমদমের (Dum Dum) সভা থেকে প্রধানমন্ত্রীকে একহাত নিয়ে তিনি বলেন, ‘উনি তো মহিলাদের সম্মান করতে জানেন না, জানবেনই বা কী করে! যে নিজের স্ত্রীকে সম্মান করে না তাঁর কাছে এটা আশা করা যায় না।’

An Images

এমনকি এদিনের সভামঞ্চ থেকে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মমতা বলেন, মোদীর সভার কারনেই তাঁকে নির্ধারিত সময়ের আগে সভামঞ্চ উপস্থিত হতে হয়েছে। অন্যথায় অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল কমিশন। তৃণমূল সুপ্রিমো মোদীকে কটাক্ষ করে বলেন, হাজারটা মিটিং করলেও বাংলাকে পাবেন না। এমনকি নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তিনি এও বলেন, “দাঙ্গা করে তো ক্ষমতায় এসেছে। কেন এত সুবিধা পাবেন তিনি?”

এদিনের সভামঞ্চ থেকে পুলওয়ামা নিয়েও কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, সেখানে যাদের মারার লক্ষ ছিল, তাঁদের না মেরে নিজেদের লোকদেরকেই মেরেছিল। এখানেই থেমে না থেকে শীতলকুচি গুলিকাণ্ডের প্রসঙ্গ টেনে এনে দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাকে আক্রমণ করেন মমতা। দিলীপ ঘোষকে ইতিমধ্যেই ব্যান করার দাবি জানিয়েছেন তিনি। আর রাহুল সিনহার ‘৪ জনকে কেন ৮ জন কে মারা উচিৎ ছিল’ প্রসঙ্গে মমতা বলেন, এরা কোথা থেকে এসেছে!


সম্পর্কিত খবর