বাংলা হান্ট ডেস্ক: হিন্দি গানের কলি টেনে এনে রাজ্যকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভায় মঙ্গলবার সংবিধান দিবস পালনের জন্য উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে তিনি রাজ্যপাল কে উদ্দেশ্য করে বলেন, ‘তু চিজ় বড়ি হ্যায় মস্ত’৷ যদিও শলীলতার খাতিরে বিধানসভার কার্যবিবরণী থেকে সেটি বাদ দেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় জগদীপ ধনকড় এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, “কেবল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেই (রাজ্যপাল) কথা বলেন।”
প্রসঙ্গত, রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন ইশু নিয়ে রাজ্যপালের সংঘাত বার বার প্রকাশ্যে এসেছে। আর সেই সংঘাত বজায় রইল সংবিধানের ৭০ তম বর্ষপূর্তির দিনেও। বিধানসভার বিশেষ অধিবেশনে ফের রাজ্যকে আক্রমণ করলেন রাজ্য়পাল জগদীপ ধনকড়। বলেন, “পশ্চিমবঙ্গে আমাকে চ্যালেঞ্জের মুখে কাজ করতে হচ্ছে। সাংবিধানিক অধিকারের সঙ্গে সমঝোতা করতে হচ্ছে।”
উল্লেখ্য, ভারতীয় সংবিধানের গৃহীত হওয়ার ৭০ বছর পূর্তির উপলক্ষে বিধানসভায় বক্তব্য রাখলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিছুদিন আগেই তার উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও বর্তমানে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ২৬ তারিখের এই বিশেষ অধিবেশনে তিনি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অন্যদিকে আবার মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিধানসভা থেকে বেরিয়ে মমতা বলেন, “ফ্রিডম অ্যাট মিডনাইট শুনেছি। কিন্তু গভর্নমেন্ট অ্যাট মিডনাইট শুনিনি।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “ফড়নবিশ ইস্তফা দিয়ে ভালোই করেছেন। উপযুক্ত সংখ্যা না থাকলে ইস্তফা তো দিতেই হবে।” মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে BJP -কে কটাক্ষ করেন মমতা । তাঁর বক্তব্য, “মহারাষ্ট্রে চুপিচুপি সরকার গড়া হল কেন? রাজ্যপাল ক্ষমতার অপব্যবহার করেছেন।”