‘টাকা পয়সা চাই না, দোষীদের খুজে বের করুন” মুখ্যমন্ত্রীকে বললেন নিহত আনন্দ বর্মণের দাদু

বাংলাহান্ট ডেস্কঃ কোচবিহারের শীতলকুচির মাথাভাঙার (Mathabhanga) গুলিকাণ্ডে রাজনৈতিক তরজা এখনও অব্যহত। তৃণমূল-বিজেপি একে ওপরকে কাঁদা ছোড়াছুড়ি শুরু করেছে। সংযুক্ত মোর্চার শরিক দল বাম নেতৃত্বদের তরফেও  ১২৬ নম্বর বুথের ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনার দাবি জানানো হয়েছে। সবমিলিয়ে সেনাবাহিনীর গুলিকাণ্ডে উত্তপ্ত বঙ্গ রাজনীতি।

শনিবার কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের নিহিত হওয়ার ঘটনা শোনার পরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেখানে যাওয়ার কথা জানিয়ে ছিলেন। তবে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে তাঁর উপর ৭২ ঘন্টার বিধি নিষেধ আরোপ করা হয়। সেই নিষেধাজ্ঞা উঠে গেল আজ অর্থাৎ বুধবার মাথাভাঙায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে একটি স্মরণসভার আয়োজন করা হয়। সেই সভা তে বক্তৃতা রাখার আগে নিহিতদের পরিবারদের সঙ্গে কথা বলেন মমতা।

WB Assembly Election 2021: Mamata Live: গুলিকাণ্ডের পর মাথাভাঙায় মমতা, দেখা করলেন নিহতদের পরিবারের সঙ্গে

এদিন মমতা বলেন, এই ঘটনার পিছনে যারা রয়েছে, তাদের শাস্তির ব্যবস্থা আমরা করবো। রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা তদন্ত করা যায় তা করবেন বলে প্রতিশ্রুতি দেন মমতা। তিনি ওই স্মরণসভায় বলেন, ‘মৃত্যুর বিকল্প অর্থ হতে পারে না। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য কিছু করা হবে বলে জানান তিনি। এমনকি নিহিত দের জন্য শহিদ বেদী গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন মমতা। ভোট মিটলে তার উদ্বোধনে তিনি নিজেই আসবেন বলে জানান।

উল্লেখ্য, গত শনিবার কেন্দ্রীয় বাহিনীর (Central Force) গুলির বাইরে রাজনৈতিক হিংসারও বলি হয়েছেন একজন। সেই নিহিত যুবকের নাম আনন্দ বর্মন। এদিন তাঁর পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে না চাইলেও নিহতের দাদু মমতার সঙ্গে দেখা করেন। এদিনের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘সবাইকে আবেদন করছি, শান্তি রক্ষা করুন। বুলেটের বদলা ব্যালটে দেবেন।’ এমনকি তিনি এও বলেন, ‘নিহিত আনন্দ বর্মন ও আমার এক রাজবংশী ভাই।’ অন্যদিকে এই আনন্দ বর্মনের (Ananda Barman) দাদু আজ মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানান, ‘টাকা পয়সা চাই না, দোষীদের খুঁজে বের করুন’।

সম্পর্কিত খবর