মমতা ব্যানার্জী মেদিনীপুর সফরের আগে কাটমানি পোষ্টার

পূর্ব মেদিনীপুরের-আবারো কাটমনির নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলা সফরে আসছেন মমতা ব্যানার্জি। আর জেলা সফরের আগের দিনই তৃণমূল ব্লক সভাপতির নামে কাট মানির পোস্টার। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি তিলক চক্রবর্তীর বিরুদ্ধে মহিষাদল এলাকায় বিভিন্ন জায়গায় কাটমানির পোস্টার দেখা যায়।

পোস্টারে লেখা মহিষাদল রাজ কলেজ এ গ্রুপ ডি তে ৭ জনকে চাকরি পাইয়ে দিয়ে এক কোটি টাকা ঘুষ নিয়ে নিলে কেন তিলক চক্রবর্তীর জবাব দাও প্রচারে: মহিষাদল নাগরিক মঞ্চ। যদিও পোস্টারে কারো নাম দেওয়া নেই। তাই সত্যতা যাচাই করে নি…… যদিও তিলক বাবু জানান দলকে কালিমালিপ্ত করার জন্য বিরোধীদের চক্রান্ত।

রাতের অন্ধকারে কারো নাম না দিয়ে পোস্টার কি আমরা গুরুত্ব দিচ্ছি না। যদিও মহিষাদল মন্ডল সভাপতি নবকুমার দাস জানান বিজেপি এ ধরনের কাজ করে না। যদিও দিল বাবুর নামে ভুরি ভুরি অভিযোগ রয়েছে উনি যদি কাঠ মানি নিয়ে থাকেন তাহলে ফেরত দিন। কাটমানি নিয়ে মৃদু উত্তেজনা এখনো পর্যন্ত রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে।

8cd35483 38a4 4c72 9bf6 31a3bbd655d8 লিচু তলা থেকে উপর তলা পর্যন্ত তৃণমূল কর্মীদের সকল কার নামে কাটমানির অভিযোগ। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০২১ বিধানসভার ভোটের হেডমাস্টার প্রশান্ত কিশোরে স্ট্রাটেজি কি ঘুরিয়ে আনতে পারবে তৃণমূল কংগ্রেসকে। সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


Udayan Biswas

সম্পর্কিত খবর