নিজের জেলাতেই পোস্টিং শিক্ষক শিক্ষিকাদের জন্য সরকারের নতুন উদ্যোগ

এবার রজ্য সরকারের তরফ থেকে নেওয়া হল  নতুন উদ্যোগ। রাজ্যের সব শিক্ষিকা এবং শিক্ষকদের নিজেদের জেলাতেই পোস্টিং দেওয়া হবে। এর আগে বহুবার নিজের জেলায় না দেওয়া নিয়ে অন্য জেলায় পোস্টিং দেওয়া নিয়ে অনেক শিক্ষক শিক্ষিকা অভিযোগ জানিয়েছেন। কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার রাজ্যের শিক্ষক আর শিক্ষিকাদের জন্য সুখবর আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি নিজে টুইট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন । একাধিক বার এই বদলি করা নিয়ে অনেক সমস্যা ঠেলতে হয়েছে সরকার কে। আর সেই নিয়ে কম অশান্তিও বাধেনি দুই তরফের মধ্যে। আর এই  পোস্টিং নিয়ে সমস্যার জেরে বহু সময় শিক্ষক-শিক্ষিকাদের ছুটি নেওয়াকে কেন্দ্র করে সমস্যায় পড়েছে শিক্ষা দফতরও। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়েছিল মাস কয়েক আগে।

MM 1

 

 

 

 

আর তারপরেই নড়েচড়ে বসেছে সরকার। অনেক আলোচনার পর এই সিদ্ধান্তে তারা এসেছে। তার ওপ্র সাম্নেই আবার পুরভোট , সেই নিয়ে একটা সমস্যা হতে পারে। তাই পুরভোটের আগে এই সিদ্ধান্তে খুশি রাজ্যের সকল শিক্ষক এবং শিক্ষিকারা। অনেকেই ভাবছেন পুরভোটের আগে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের মন পেতেই তাঁদের দীর্ঘদিনের দাবি সরকার মেনে নিতে বাধ্য হয়েচে। হঠাত কেন এরকম করে সিদ্ধান্ত নেবে সেই নিয়েও অনেক প্রশ্ন উঠেছে। কিন্তু এইসব মন্তব্য কথা উড়িয়ে  মুখ্যমন্ত্রী বলেছেন, “শিক্ষক-শিক্ষিকারা আমাদের গর্ব। তাঁরাই আমাদের আসল অভিভাবক।

এই সমাজ ও দেশ গঠনের প্রতি তাঁদের অনেক অবদান রয়েছে। তাঁরাই ছাত্রদের শিক্ষাদান করে আগামীদিনের নেতা তৈরি করেন।” তবে এখন দেখার এই নিয়ম কবে আসে। মানে কবে থেকে বাস্তবে তা বলবত হয়। সব নিয়মের মধ্যে এটাও একটা সুপ্রভাবকারী আইন বলেই মনে করছেন রাজ্যের সাধারন মা্নুষ। কারন এর আগেও রাজ্যের সরকারি কর্মীদের অনেক সুবিধা দিয়েছে মমতা সরকার।


সম্পর্কিত খবর