বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে কেন্দ্রের মোদী সরকারের (Narendra Modi Government) কৃষক সন্মান নিধি যোজনা পশ্চিমবঙ্গে চালু করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গোটা দেশে এই যোজনার মাধ্যমে ৯ কোটিরও বেশি কৃষক সুবিধা পাচ্ছেন। তবে এতদিন বাংলার কৃষকরা এই স্কিম থেকে বঞ্চিত ছিলেন। এবার নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটে রাজ্যেও এই প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের এই সুবিধা নেওয়ার জন্য রাজ্যের প্রায় ২২ লক্ষ কৃষক অনলাইনে সরাসরি কেন্দ্রের কাছে আবেদন করেছিলেন। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও উদ্যোগ না নেওয়ায় সেই কৃষকরা এই প্রকল্পের লাভ ওঠাতে পারছিলেন না। আজ নবান্নের বৈঠক থেকে রাজ্যেও এই প্রকল্প চালু করা কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে বলেন, ‘কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পই রাজ্যে লাগু হয়। আমরাও সেটাই চাই। কেন্দ্রীয় কৃষি মন্ত্রী আমাকে ফোন করে বলেন, আমরা সরাসরি এই প্রকল্প চালু করতে চাই। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে আমি তখনই বুঝে যাই। রাজনৈতিক উদ্দেশ্য থাকুক। এখন ভোটের বছর, সকাল বিকেল বাংলার কথা মনে পড়ছে প্রধানমন্ত্রীর। তবে কৃষকরা যদি টাকা পায়, তাহলে ভালো।”
শুভেন্দু অধিকারী এর আগে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন যে, মুখ্যমন্ত্রী বলেন তিনি কৃষকদের পাশে আছেন, কিন্তু ওনার বদান্যতায় রাজ্যের কৃষকরা কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত। তিনি বলেন, আমরা ক্ষমতায় এলে রাজ্যে কৃষক সন্মান নিধি যোজনা লাগু করব। রাজ্যের প্রতিটি কৃষক বছর বছর মোদী সরকারের থেকে টাকা পাবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারীর ঘোষণার পর চাপ বেড়েছে রাজ্য সরকারের। এছাড়াও কৃষকদের মধ্যে দিনদিন এই নিয়ে বাড়ছিল ক্ষোভ। আর এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে মাথানত করে কেন্দ্রের কৃষক সন্মান নিধি যোজনা লাগু করার ঘোষণা করলেন আজ।