তাপস পালের মৃত্যুর জন্য মোদী সরকার দায়ি! গুরুতর অভিযোগ মমতা ব্যানার্জীর

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee) তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তথা বাংলা সিনেমার নক্ষত্র তাপস পালের (Tapas Paul) মৃত্যু নিয়ে কেন্দ্র সরকারকে (Modi Sarkar) আক্রমণ করেন। মমতা ব্যানার্জী বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাপস পালের উপর চাপ সৃষ্টি করেছিল, সেই কারণে সে মানসিক ভাবে ভেঙে পড়েছিল। তৃণমূল প্রধান বলেন, তাপস পালের মৃত্যুর জন্য কেন্দ্র সরকারের প্রতিশোধের রাজনীতি দায়ি।

আপনাদের জানিয়ে দিই, ৬১ বছর বয়সী তাপস পাল মঙ্গলবার সকালে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডাক্তার অনুযায়ী, ওনার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছিল। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তাপস পাল রোজ ভ্যালি চিটফান্ড মামলায় অভিযুক্ত। প্রায় একবছর ওনাকে জেলেও কাটাতে হয়েছে।

মমতা ব্যানার্জী বুধবার কলকাতায় তাপস পালকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর কেন্দ্র সরকারের উপর এই অভিযোগ করেন। উনি বলেন, তৃণমূল কংগ্রেসের আরেকজন নেতা সুলতান আহমেদ এর মৃত্যুও হার্ট অ্যাটাকের কারণে হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী অনুযায়ী, সুলতান আহমেদ ২০১৭ সালে নারদা মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন।

রবিন্দ্র সদনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মমতা বলেন, ‘তাপস পালের উপর কেন্দ্রীয় সংস্থা গুলো অযথা চাপ সৃষ্টি করেছিল। তিনি কেন্দ্রের বদলার রাজনীতির শিকার হয়েছে। আপনাদের বলে দিই, তাপস পালের দেহ রবিন্দ্র সদনে রাখা হয়েছে। ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানর পর সেখান থেকে কেওরাতলা ঘাটে নিয়ে যাওয়া হবে।


Koushik Dutta

সম্পর্কিত খবর