কলকাতায় টর্নেডোর আশঙ্কা, বাড়িতেই থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

বাংলাহাণ্ট ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াস (cyclone yaas) বাংলার দিক থেকে অভিমুখ বদলে ফেললেও, কলকাতায় টর্নেডো (tornado) তৈরি হওয়ার ইঙ্গিত দিল আবহাওয়া দফতর (weather office)। জানা গিয়েছে, বেলা ১২টা নাগাদ কলকাতায় স্থানীয়ভাবে টর্নেডোর সম্ভাবনা তৈরি হয়েছে। এই সময় সকলকে বাড়িতে থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)।

নর্থ ধামড়ায় সকাল সাড়ে ৯টা নাগাদ ল্যান্ডফল হল ইয়াসের। সমুদ্রে শুরু হয়ে গিয়েছে প্রবল জলোচ্ছ্বাস। জানা গিয়েছে এই তাণ্ডব চলবে প্রায় ৩ ঘন্টা ধরে। ভেগে গিয়েছে একাধিক গ্রাম। ইয়াসের প্রভাবে দিঘায় শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। জলমগ্ন হয়ে গিয়েছে বহু এলাকা।

bjbvjsdbvcjsdbv

এরই মধ্যে আবহাওয়া দফতর জানাচ্ছে, ঘূর্ণিঝড় ইয়াস না এলেও, কলকাতায় টর্নেডো তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বেলা ১২ টা নাগাদ কলকাতায় পড়তে পারে টর্নেডোর প্রভাব। শুধু কলকাতাতেই নয়, এর প্রভাব পড়তে পারে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও।

টর্নেডোর আগমনের পূর্বাভাস পেয়ে বাংলার মানুষকে আগাম সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এই সময়ের মধ্যে কাউকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছেন। আগামী ৫ ঘণ্টা খুব সাবধানে এবং সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

https://www.facebook.com/koyeliya.bhattacharya/videos/1700083886830154/?t=0

প্রসঙ্গত, গতকাল টর্নেডোর জেরে লণ্ডভণ্ড হয় বাংলার ৩০ থেকে ৪০টি বাড়ি। উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে এই ঝড় তাণ্ডবলীলা চালিয়েছে। এরপর গঙ্গা পার করে ব্যান্ডেলেও কিছুটা ক্ষয়ক্ষতি চালিয়েছে। স্থানীয় সুত্র অনুযায়ী, মাত্র কয়েক সেকেন্ডই স্থায়ী ছিল এই ঝড়। আর তাঁর মধ্যেই তাণ্ডবলীলা চালিয়েছে। বিকেল ৩ টে ৪৫ নাগাদ হালিশহরে আছড়ে পড়ে এই ঝড়। এরপর সেখানে তাণ্ডবলীলা চালানোর পর ধীরে ধীরে হুগলির দিকে অগ্রসর হয় এই ঝড়।


Smita Hari

সম্পর্কিত খবর