লোকেদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সুখ দুঃখের কথা শুনুন, জনপ্রতিনিধিদের পরামর্শ দিলেন মমতা ব্যানার্জী

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি বাঁকুড়া গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। সেখানে গিয়ে রাজ্য সরকারের কর্মকাণ্ডের বিষয়ে ফিরিস্তি দিতে গিয়ে এক বড় ঘোষণাও করলেন। মুখ্যমন্ত্রী বললেন, সারা পৃথিবীর মধ্যে পশ্চিমবঙ্গ, সামাজিক কাজে রেকর্ড করেছে।

বাঁকুড়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধিদের মানুষের দরজায় দরজায় গিয়ে তাদের অভাব, অভিযোগ সমস্যার কথা শোনার বিষয়ে পরামর্শ দেন। তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যার শোনার নির্দেশ দেন। পাশাপাশি এবিষয়ে নজর রাখতে বলেন, যাতে সরকারী প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছায়।

bjbvhfgfg

মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, সমগ্র পৃথিবীর মধ্যে পশ্চিমবঙ্গ, সামাজিক কাজে রেকর্ড করেছে। পশ্চিমবাংলার ১০ কোটি মানুষের মধ্যে ৯ কোটি মানুষই রাজ্য সরকারের কোন না কোন সামাজিক প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে। যা বাংলার মানুষকে উপকৃত করেছে।


Smita Hari

সম্পর্কিত খবর