বাংলাহান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় প্রবাহে বিপর্যস্ত গোটা দেশ। দিনে দিনে রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ছুঁইছুঁই। এমন উদ্বেগ জনক পরিস্থিতি ভোটের বাংলার অবস্থা মোটেও স্থিতিশীল নয়। এখানেও মারণ ভাইরাস জাঁকিয়ে বসেছে। এমতাবস্থায় ভোটের মরসুমে বাংলায় রাজনৈতিক সভা সমাবেশ গুলি যে করোনার (Corona) অন্যতম হটস্পট হয়ে তা আগেই আন্দাজ করেছিল বিশেষজ্ঞ মহল।
এবার একে একে সব রাজনৈতিক দলগুলি তাঁদের নির্বাচনী সভা সমাবেশে কাটছাঁট করতে শুরু করেছে। ইতিমধ্যেই সংযুক্ত মোর্চার বাম-কংগ্রেস শরিক দলের তরফে বড় জমায়েতের সিদ্ধান্ত থেকে সেরে আসা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কোনও জনসভায় ১৫ মিনিটের বেশি বক্তৃতা রাখছেন না। এদিকে বিজেপির তরফে প্রধানমন্ত্রীর জনসভা গুলি করোনা বিধি মেনে সম্পন্ন করে, বাকিটা ভার্চুয়ালি সম্প্রচার করার পরিকল্পনা করা হচ্ছে।
এমন পরিস্থিতিতে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে, তার কারণ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই (Narendra Modi) দায়ী করে আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ‘বাইরে থেকে লোক এনে এরাজ্যে করোনা ছড়াচ্ছে মোদী’। এদিন বালুরঘাটে (Balurghat) স্বল্পসময়ের জন্য জনসভায় যোগ দিয়ে ফের একই ইস্যুতে মোদীকে নিশানা করেন তিনি। এদিন তিনি বলেন, ‘এটা ম্যান মেড ডিজাস্টার নয়, মোদী মেড’। উল্লেখ্য, গতকাল দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রয়েছে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ‘করোনার দ্বিতীয় প্রভাব তুফানের মতো আছড়ে পড়েছে। কিন্তু আমাদের সবাইকে মিলে আমাদের এই বিপদের মোকাবিলা করতে হবে’।
এদিন সেই প্রসঙ্গ টেনে এনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘করোনা পরিস্থিতি বাড়িয়ে দিয়ে এখন উনি জনগণের উপর ছেড়ে দিচ্ছেন, এটা হতে পারে না, আগেও বলেছি ওরা বহিরাগত এনে এরাজ্যে রোগ ছড়াচ্ছে। এখন ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে করোনা’। এদিন ফের তিনি, উন্নয়নের খতিয়ান তুলে ধরে বলেন, ‘ডবল ইঞ্জিন নয়, বেঙ্গল ইঞ্জিনই সব করেছে। পূর্বের মত এবারও তৃণমূল সরকার পরিস্থিতি মোকাবিলা করবে।’
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার