২ লক্ষ ক্ষতিপূরণ থেকে বাড়ি করে দেওয়ার ঘোষণা! বন্যা পরিস্থিতি নিয়ে কী কী বললেন মুখ্যমন্ত্রী?

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর আগে বানভাসি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তুমুল বৃষ্টি, সেই সঙ্গে ডিভিসির ছাড়া জল, দুইয়ের জোড়া ফলায় আজ এই অবস্থা। জেলায় জেলায় বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে। আজ বীরভূমে প্রশাসনিক বৈঠক রয়েছে তাঁর। এদিন ফের বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসিকে তোপ দাগেন তিনি।

  • বন্যা পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মমতা (Mamata Banerjee)

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বহু জায়গায় জল থই থই অবস্থা। এই বন্যা পরিস্থিতির জন্য আগেই ডিভিসি-কে (DVC) নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও শোনা গিয়েছে তাঁর মুখে। এদিন ফের একবার এই নিয়ে সরব হন মমতা। একইসঙ্গে দুর্গতদের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।

   
  • ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিন মমতা (Mamata Banerjee) বলেন, কৃষকদের জন্য শস্যবিমা থাকে। জল নেমে গেলে পরিস্থিতি মূল্যায়ন করে কৃষকদের বন্যা ত্রাণ এবং শস্যবিমার হিসেব অনুযায়ী টাকা দেওয়া হবে। একইসঙ্গে বন্যায় প্রাণ হারানো ২৮ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হবে বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ বাড়ি ফিরেই ‘দিদি’র সঙ্গে দেখা! মঙ্গলেই বৈঠক মমতা-অনুব্রতর! কোথায় জানেন?

মমতা এদিন বলেন, বন্যার (Flood) জেরে ভেঙে গিয়েছে, এই রকম আরও ১-২ লক্ষ বাড়ি আমরা করে দেব। এই ঘোষণার পাশাপাশি এদিন ফের একবার ‘ম্যান মেড বন্যা’ তত্ত্বে শান দেন মমতা। ডিভিসি জল ছাড়ছে, সেই কারণে বন্যা হচ্ছে, বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে বেরিয়ে দাবি করেন তিনি।

Mamata Banerjee flood situation

উল্লেখ্য, সম্প্রতি বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকেও নিশানা করেছেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, ‘ঝাড়খণ্ডে বৃষ্টি হলে নিজেদের বাঁচাতে বাংলার ওপর জল ছেড়ে দেয়। ডিভিসি কেন্দ্রের অধীন। তবে কেন্দ্র কিছু না করায় মানুষের বাড়ি ডুবে যাচ্ছে। নির্বাচনের জন্য যে টাকা খরচ করা হয়, সেটার ১% দিলেও বন্যা আটকানোর ব্যবস্থা করতে পারতাম’।

দুর্গাপুজোর আগে রাজ্যের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকার বানভাসি অবস্থা। এমতাবস্থায় যদি আরও বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বন্যা পরিস্থিতি দিকে কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী নিজে। এদিন যেমন বীরভূমের প্রশাসনিক বৈঠক সেরে বেরনোর পর ফের একবার ডিভিসি-কে তোপ দাগলেন তিনি। সেই সঙ্গেই দিলেন দুর্গতদের পাশে থাকার বার্তা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর